256613

বিসিবি পরিচালকের গাড়ি থেকে অ’স্ত্র ও মা’দক উদ্ধার

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শওকত আজিজ রাসেলের গাড়ি থেকে গুলি ও বিপুল পরিমাণ মা’দকদ্রব্য জব্দ করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (০১ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সাইনবোর্ড এলাকায় চৌরঙ্গী ফিলিং স্টেশনের সামনে থেকে গাড়িচালক আটক করা হয়। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় অ’স্ত্র ও মা’দকদ্রব্য আইনে দুটি মামলা হয়েছে। মামলায় শওকত আজিজ রাসেলকে প্রধান আ’সামি করা হয়েছে। তবে তিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পরে ওই গাড়ি থেকে পিস্তলের ২৮ রাউন্ড গুলি, ১২শ’ পিস ই’য়াবা, ২৪ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ, ২৮ ক্যান বিয়ার, নগদ ২২ হাজার ৩৮০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় সাদা রঙের একটি জিপ গাড়ি (ঢাকা মেট্রো-ঘ: ১৩-৮৩৭৫) পুলিশের জব্দ তালিকায় দেখানো হয়েছে।

পাঠকের মতামত

Comments are closed.