256609

সাকিবের ব্যাপারে ভারতের সম্মতি নিলেও বিসিবিকে কিছুই জানায়নি আইসিসি

স্পোর্টস ডেস্কঃ সাকিব আল হাসানকে সবধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দুই বছরের মধ্যে এক বছর পুরোপুরি নিষিদ্ধ, আর বাকি ১ এক বছর স্থগিত নিষেধাজ্ঞা অর্থাৎ খেলতে পারবেন কিন্তু আবারও অপরাধ করলে শাস্তি পেতে হবে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, মূলত তিনবার জুয়াড়ির সাথে সাকিবের হোয়াটসঅ্যাপে যোগাযোগের প্রমাণ পায় অ্যান্টি করাপশন ইউনিট। প্রথমবার ২০১৭ সালে বিপিএলের ম্যাচের সময়, দ্বিতীয়বার বাংলাদেশ, জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের সময় আর তৃতীয়বার ২০১৮ সালের ২৬ এপ্রিল আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ-কিংস ইলেভেন পাঞ্জাবের ম্যাচের সময়।

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশ্য সাকিবের এই তদন্তের ব্যাপারে কিছু জানতো না এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আইসিসি তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে সাকিবের তদন্তের ব্যাপারে আইসিসি ও বিসিসিআই’র (ভারতীয় ক্রিকেট বোর্ড) সঙ্গে আলোচনা করেই আইপিএল ম্যাচের তদন্তের ব্যাপারে একমত হন। যার অর্থ দাঁড়ায় সাকিবের তদন্তের ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ড প্রথম থেকেই সব কিছু জানতো।

প্রশ্নটা এখানেই, আইপিএল ম্যাচে তদন্তের ব্যাপারে আইসিসি যদি বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারে তবে বিসিবি’র সাথে আইসিসি যোগাযোগ করলো না কেন? সাকিবের বিরুদ্ধে তিনবার অভিযোগ উঠেছে, তার দুইবারই বাংলাদেশের ঘটনা। তবুও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেনি আইসিসি। এটা নিয়ে কোনো প্রশ্নও ওঠেনি!

পাঠকের মতামত

Comments are closed.