256671

মুবিন ডেন্টালে ইতিহাসের সেরা নম্বর পেয়েছেন

ডেস্ক রিপোর্ট : এবার ডেন্টাল ভর্তি পরীক্ষায় এ যাবতকালের সর্বোচ্চ স্কোর গড়েছেন মুবিন ইবনে মকবুল। তার সর্বমোট স্কোর ২৯২.৫। জাতীয় মেধা তালিকায় হয়েছেন প্রথম। এ তথ্য প্রকাশ করেছে স্বাস্থ্য বিষয়ক সংবাদ মাধ্যম মেডিভয়েস।

খবরে বলা হয়, মুবিন ইবনে মকবুল এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় ১১০তম হয়েছেন। পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ঘ ইউনিটে প্রথম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক ইউনিটে ৭১তম ও ঘ ইউনিটে ২৩তম স্থান অর্জন করেন। এছাড়া প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে ভর্তির সুযোগও পেয়েছেন তিনি।

মুবিন গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল থেকে এসএসসি ও নটরডেম কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পাস করেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়ায়।

তার বাবা হাজী মো. মকবুল হোসাইন ও মা ইসমত জাহান। তারা দুজনই রাজধানীর মিরপুরে শাহ আলী কলেজে প্রভাষক হিসেবে কর্মরত আছেন।

মুবিনের আত্মীয় স্বজনের তালিকায় রয়েছে মেধাবীদের বিচরণ। তার সর্বকনিষ্ঠ চাচা ডা. আরিফ হোসেন জাপানের সেরা তরুণ বিজ্ঞানী হিসেবে নির্বাচিত হয়েছেন এ বছর। ৬১ বছরের ইতিহাসে এই প্রথম নন-জাপানিজ হিসেবে এ গৌরবময় পুরস্কার অর্জন করেন তিনি।

জাপান মেডিকেল সায়েন্সের ইতিহাসে অবিস্মরণীয় এ ঘটনার জন্ম দেওয়া ডা. আরিফ বর্তমানে দেশটিতে একটি গবেষণা প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ গবেষক হিসেবে কর্মরত রয়েছেন।

লাইসোসোমাল ডিজিজের মেকানিজম এবং ট্রিটমেন্ট আবিষ্কারের জন্য তাকে এ সম্মান দেয় জাপানিজ সোসাইটি অব ইনহেরিটেড ম্যাটাবলিক ডিজঅর্ডার্স।

তার আরেক চাচা ডা. সিদ্দিকুর রহমান ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। নিজ পেশায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি তিনবার রাষ্ট্রপতি ও একবার প্রধানমন্ত্রীর পুরস্কারে ভূষিত হন। গবেষণা কর্ম চালিয়ে যেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার হাতে আড়াই লাখ টাকার চেক তুলে দেন।

অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান গবাদি পশুর রোগের চিকিৎসার ভ্যাকসিন ব্রুসেলোসিস আবিষ্কার করেছেন, যা বিশ্বে প্রথম।

মুবিনের বাবা হাজী মো. মকবুল হোসেন বলেন, ‘মুবিন নটরডেম কলেজের ফার্স্টবয় ছিল। এখন সে ঢাকা মেডিকেলে ভর্তি হবে।’

মুবিন বলেন, ‘আমার এ ফলাফল আল্লাহর রহমতে হয়েছে। এছাড়া মা-বাবা, শিক্ষকসহ অনেকের প্রেরণা ও অবদান রয়েছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি ভবিষ্যতে নিউরোসার্জন হতে চাই।

পাঠকের মতামত

Comments are closed.