256633

লম্বা মানুষের বুদ্ধি বেশি, বলছে গবেষণা

লাইফস্টাইল ডেস্কঃ শারীরিক গঠনই বলে দেবে আপনি কতটা বুদ্ধিমান। বিশেষ করে যারা লম্বা, তাদের বুদ্ধি থাকে অনেক বেশি। সম্প্রতি মলিকিউলার সাইকিয়াট্রি জার্নালে প্রকাশিত প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।
ব্রিটেনের প্রায় ৫ লাখ মানুষ এই সমীক্ষায় অংশ নিয়েছিলেন। এদের রক্তের নমুনা ও লালা পরীক্ষা করে দেখা গিয়েছে শৈশবে যাদের দেহের তুলনায় মাথা বড় হয়, তাদের পড়াশোনা করার ঝোঁক বেশি থাকে।

কলেজ ডিগ্রি পাওয়ার হারও এদের তুলনামূলক বেশি। এছাড়া এথেন্স বিশ্ববিদ্যালয়ের একশ’ জন পড়ুয়ার ওপর একটি সমীক্ষা চালিয়েছিল। সমীক্ষায় অংশগ্রহণ করা পড়ুয়াদের মধ্যে অর্ধেক বাঁ-হাতি। সমীক্ষায় দেখা গিয়েছে তাদের স্মৃতিশক্তি বেশি হয়। শুধু তাই নয়, তাদের মানসিক নমনীয়তা তুলনামূলক ভাবে বেশি হয়।

ব্রাউন এবং প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গিয়েছে, লম্বা মানুষেরা বেশি স্মার্ট এবং এদের বুদ্ধি অনেক বেশি। জীবনে বেশি রোজগারের সম্ভাবনায়ও তারা এগিয়ে। জীবনে সফল হওয়ার সম্ভাবনা লম্বাদেরই তুলনামূলক ভাবে বেশি।

পাঠকের মতামত

Comments are closed.