256654

১০ হাজার কোটি টাকা অনুমোদন পেলো ভারতে অকালবর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষক

ডেস্ক রিপোর্ট : সরকারের কাছে প্রাথমিক হিসেব অনুযায়ী, বর্ষায় ৩২৫ তালুকের ৫৪.২২ লাখ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। মহারাষ্ট্রের অন্তত ৬টি জেলা অকালবর্ষণে ক্ষতিগ্রস্ত। এর পরেই জরুরিভিত্তিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্যের জন্য ১০ হাজার কোটি টাকা অনুমোদনের বিষয়টি চূড়ান্ত হয়।

বর্ষণপীড়িত মহারাষ্ট্রে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সাহায্য দিতে ১০ হাজার কোটি টাকা অনুমোদন করল রাজ্য সরকার। শনিবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের উপস্থিতিতে মন্ত্রিসভার সাব-কমিটির বৈঠকে ক্ষয়ক্ষতি নিয়ে বিশদ আলোচনা হয়।

সরকারের কাছে প্রাথমিক হিসেব অনুযায়ী, বর্ষায় ৩২৫ তালুকের ৫৪.২২ লক্ষ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। মহারাষ্ট্রের অন্তত ৬টি জেলা অকালবর্ষণে ক্ষতিগ্রস্ত। এর পরেই জরুরিভিত্তিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্যের জন্য ১০ হাজার কোটি টাকা অনুমোদনের বিষয়টি চূড়ান্ত হয়। মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ।

ক্ষতিগ্রস্ত ফসলের মধ্যে রয়েছে জোয়ার, ধান, তুলো ও সোয়াবিন। বৈঠকে চন্দ্রকান্ত পাটিল, গিরিশ মহাজন, সুভাষ দেশমুখ, অনিল বন্দে, সুরেশ খাড়ে, মহাদেব জানকর প্রমুখ বিজেপি জোটের মন্ত্রীরা উপস্থিত ছিলেন। এই বৈঠকে শিবসেনার একমাত্র মন্ত্রী বিজয় শিবতারে উপস্থিত ছিলেন।

সূত্রের খবর, ক্ষতিগ্রস্ত কৃষকদের বিমা সংস্থার মারফত সাহায্য দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিভিন্ন বিমা সংস্থার সঙ্গে এ বিষয়ে কথা বলেছে সরকার। মুখ্যমন্ত্রী ফড়নবীশ সাংবাদিকদের বলেন, আমরা কেন্দ্রের কাছ থেকে মহারাষ্ট্রের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সাহায্য চেয়েছি। কেন্দ্রের কাছ থেকে কবে সাহায্য আসবে, জানা নেই। ততক্ষণ বসে না থেকে রাজ্যের কোষাগার থেকে এই টাকা দেওয়া হবে। টাইমস অব ইন্ডিয়া

পাঠকের মতামত

Comments are closed.