256843

অ্যাশলে বার্টি ডব্লিউটিএ ফাইনালসের খেতাব জিতলেন

ডেস্ক রিপোর্ট : গতবারের চ্যাম্পিয়ন এলিনা ভিতোলিনাকে হারিয়ে ডব্লিউটিএ ফাইনালসের খেতাব জিতলেন অ্যাশলে বার্টি এবং মরশুম শেষ করলেন বিশ্বের এক নম্বর তারকা হিসাবে। ১৯৭৫ সালে সরাকারিভাবে মরশুমের শেষ পর্যন্ত র‌্যাংকিংয়ের শীর্ষে থাকার স্বীকৃতি প্রদান চালু হওয়ার পর এই প্রথম কোনও অস্ট্রেলিয়ান তারকার মুকুটে উঠলো এই পালক।

১৯৭৬ সালে ইভন গুলাগং কাউলি তার দ্বিতীয় খেতাব জয়ের পর আবার কোনও অস্ট্রেলিয়ান তারকার হাতে উঠলো ডব্লিউটিএ ফাইনালসের ট্রফি। শেনঝেনের ফাইনালে এলিনাকে ৬-৪, ৬-৩ স্ট্রেট সেটে পরাজিত করেন বার্টি। সেদিক থেকে মরশুমটা দারুণ কাটল অজি তারকার। ফরাসি ওপেনে কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গলস খেতাব জয়ের পর ডাবলসে যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনালে ওঠেন তিনি। এবার হাতে তুললেন ডব্লিউটিএ ফাইনালসের খেতাব। একই সঙ্গে মরশুম শেষ করলেন বিশ্বর‌্যাংকিংয়ের এক নম্বরে থেকে।

উল্লেখযোগ্য বিষয় হল, ডব্লিউটিএ সার্কিটে এর আগে কখনও ভিতোলিনাকে হারাতে পারেননি বার্টি। গত পাঁচবারের সাক্ষাতে প্রতিবার তাকে ইউক্রেনের তারকার কাছে হার মানতে হয়েছিলো। অবশেষে বড মঞ্চে ভিতোলিনাকে পরাজিত করে বার্টি পকেটে পোরেন পুরস্কার মূল্যের রেকর্ড ৪.৪২ মিলিয়ন মার্কিন ডলার।

জয়ের পর বার্টি বলেন, ‘এসাধারণ একটা মরশুম কাটলো। মহিলা টেনিসের নতুন একটা যুগ। এত দর্শের সামনে খেলাটাও অত্যন্ত গর্বের।’ সূত্র : কলকাতা ২৪

পাঠকের মতামত

Comments are closed.