256968

আইপিএলে নতুন নিয়ম, একাদশের বাইরের খেলোয়াড় খেলতে পারবে দলে

আসন্ন ইন্ডিয়াব প্রিমিয়ার লিগ আইপিএলে ২০২০ নতুন এক ধারণা নিয়ে আসছে তারা। যেটার নাম ভাবা হয়েছে-পাওয়ার প্লেয়ার। ইচ্ছে করলেই একাদশের বাইরে থেকে একজন খেলোয়াড় খেলিয়ে দিতে পারবে দলগুলো।

এদিকে প্রস্তাবিত এই ধারণা নিয়ে বিসিসিআইয়ের একজন সিনিয়র কর্মকর্তা জানান, ইতোমধ্যেই নতুন এই নিয়ম অনুমোদন পেয়ে গেছে। তবে আইপিএলের গভর্নিং কাউন্সিলের মিটিংয়ে এটা নিয়ে নতুন করে আলোচনা হবে এবং সেটা ৫ নভেম্বর মুম্বাইয়ে।

এ ব্যাপারে বিসিসিআইয়ের ওই কর্তা বলেন, ‘আমরা এমন একটি দৃশ্যপট তৈরি করতে চাচ্ছি, যাতে দলগুলো একাদশের নাম জানাবে না। তারা ১৫ জনের নাম দেবে এবং একজন খেলোয়াড় উইকেট পড়লে কিংবা ওভারের শেষে যে কোনো সময় বিকল্প হিসেবে মাঠে নামতে পারবে। আমরা আইপিএলে এটা চালু করব। তার আগে আসন্ন মুশতাক আলী ট্রফিতে চেষ্টা করব।’

বিসিসিআইয়ের ওই কমকর্তা জানালেন, আসলে ম্যাচ বদলে দেবার ধারণা থেকেই এটা ভাবা হয়েছে। এতে করে ম্যাচের পরিস্থিতি বদলে যাবে এবং যা ভাবা যায়নি, তা-ই ঘটবে। তাতে করে সমর্থকরা আরও বেশি উপভোগ করতে পারবে।

এদিকে তার ভাষায়, ‘ধরুন, শেষ ৬ বলে ২০ রান দরকার। আর আপনার ডাগ আউটে বসে আছেন আন্দ্রে রাসেলের মতো খেলোয়াড়। হয়তো শতভাগ ফিট নয় সে কারণে একাদশে জায়গা পায়নি। কিন্তু যখন এমন পরিস্থিতে সে মাঠে নেমে যাবে এবং বড় শট খেলে আপনাকে ম্যাচ জিতিয়ে দেবে, কেমন হবে?’

এ সময় বিসিসিআইয়ের ই কর্তা উল্টো উদাহরণও টেনে দেখালেন, ‘আবার ধরুন। শেষ ওভারে আপনার ছয় রান ডিফেন্ড করতে হবে। ডাগআউটে বসে আছে জাসপ্রিত বুমরাহর মতো বোলার। অধিনায়ক তখন কি করবে? বুমরাহকে ১৯তম ওভারের পর মাঠে নামাবে আর সে কাজটা করে দেবে। এই ধারণাটা কিন্তু খেলাটাই বদলে দেবে।’

পাঠকের মতামত

Comments are closed.