256954

জামাল ভূঁইয়ার মতো আরেক প্রবাসী ফুটবলার পাচ্ছে বাংলাদেশ

বাংলাদেশ ফুটবল দলকে বেশ ভালোভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। দেশের ফুটবলের উন্নতির পিছনে তার অবদান চোখে পড়ার মত। বেশ কয়েক বছর ধরে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন ডেনমার্ক থেকে দেশে প্রত্যাবর্তন করা এই মিডফিল্ডার।

জামাল ভূঁইয়ার মত আরেক প্রবাসী ফুটবলার পাচ্ছে বাংলাদেশ। ফিনল্যান্ড প্রবাসী ফুটবলার তারিক কাজীর আগমন ঘটছে বাংলাদেশের ফুটবলে। ফিনল্যান্ডের অনূর্ধ্ব- ১৭, অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-১৯ দলে খেলা তারিককে দলে ভিড়িয়েছে বসুন্ধরা কিংস।

তারিকের বাবার দেশের বাড়ি নওগাঁয়। রাইট ব্যাক পজিশনে খেলে থাকেন তিনি। ইউরোপা লিগের বাছাইপর্বে একটি ম্যাচে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। তার খেলা দেখে উচ্ছ্বসিত বসুন্ধরার স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন।

এ প্রসঙ্গে ক্লাবের সভাপতি ইমরুল হাসান বলেন, ‘আমরা তারিককে ট্রায়ালে এনেছিলাম। তার পারফরম্যান্স দেখে আমাদের কোচ খুবই উচ্ছ্বসিত। সে এখনই জাতীয় দলে খেলার যোগ্যতা রাখে বলে জানিয়েছেন আমাদের কোচ। ওর পাসপোর্ট এখনো হাতে পাওয়া যায়নি। তবে এই সপ্তাহের মধ্যেই পাওয়া যাবে বলে আমরা আশাবাদী।’

দেশের ও বসুন্ধরার অন্যতম সেরা মিডফিল্ডার ইমন বাবু তারিকের প্রশংসা করে বলেন, ‘কোনো সন্দেহ নেই তারিক ভালো খেলোয়াড়। কারও সঙ্গে তুলনা করব না। তবে ও এখনই জাতীয় দলে খেলার মতো অবস্থায় আছে।’

পাঠকের মতামত

Comments are closed.