257162

এবারের আইপিএলে শুধু ‘নো’ বল দেখার জন্য থাকবে আলাদা আম্পায়ার

ডেস্ক রিপোর্ট : বিশ্বের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে অন্যতম একটি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এবার সেই আইপিএলে নতুন নিয়ম আনতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আসন্ন ২০২০ সালের আসরে অতিরিক্ত আম্পায়ার নিয়োগ করতে চলেছে বিসিসিআই। ম্যাচে শুধুমাত্র নো বলের ওপর নজর রাখবেন তিনি। আম্পায়ারের ভুল কমাতেই অভিনব এই সিদ্ধান্ত নিতে চলেছে সৌরভ গাঙ্গুলির বোর্ড।

মাঠের দুই আম্পায়ার, থার্ড ও ফোর্থ আম্পায়ারদের থেকে এই নো বল আম্পায়ারের কাজ হবে সম্পূর্ণ আলাদা। প্রযুক্তির সাহায্য নিয়ে বোলারের পা, হাত ও মাঠে ফিল্ডারদের ফিল্ডিং পজিশনের দিকে লক্ষ্য রেখে নো বল জনিত ভুলত্রুটি দূর করাই হবে তার কাজ।

ভারতের সাবেক ব্যাটসম্যান ব্রিজেশ প্যাটেলকে প্রধান করে মঙ্গলবার এক সভায় নো বল আম্পায়ারের ব্যাপারে সিদ্ধান্তে উপনীত হয় আইপিএল গভর্নিং বডি। সেই সভার একজন সদস্য জানিয়েছেন, আইপিএলের আগে পরীক্ষামূলকভাবে আগামী শুক্রবার থেকে শুরু হওয়া মুস্তাক আলী টি-টুয়েন্টি টুর্নামেন্টে প্রয়োগ করা হবে নিয়ম। পরে ধারাবাহিকভাবে প্রয়োগ করা হবে রঞ্জি ট্রফিতেও।

গত কয়েক বছর ধরেই নো বল আম্পায়ারের জন্য দেনদরবার করে আসছিলো আইপিএল দলগুলো। তাই বিতর্কের অবসান ঘটাতে বাড়তি আম্পায়ার ব্যবহারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে দলগুলো।

নো বল নিয়ে বিতর্কের অবসান ঘটাতে এরইমধ্যে থার্ড আম্পায়ারের কাঁধে এই গুরু সিদ্ধান্তের ভার চাপিয়ে দিয়েছে আইসিসি। আইপিএলেও প্রায় একইরকম দায়িত্ব থাকবে নো বল আম্পায়ারের। তবে তার কাজ হবে শুধু বোলারের পায়ের দিকেই নজর রাখা!

পাঠকের মতামত

Comments are closed.