257158

রান্নাঘর থেকেই আপনার রূপচর্চার উপকরণ মিলবে!

ডেস্ক রিপোর্ট : শিরোনাম দেখে চমকে গেলেন? ভাবছেন, সুন্দর ত্বক পেতে চাইলে তো বিউটি পার্লার যেতে হবে, রান্নাঘরে কী করে সম্ভব? একটু অদ্ভুত শোনালেও রান্নাঘরে সুন্দর ত্বক পাওয়াও কিন্তু সম্ভব! সৌর্ন্দয্য, রূপ, লাবণ্য প্রত্যেক নারীই চায়। অনেকে হয়তো টাকা খরচ করে পার্লারে যান। আবার অনেকে হয়তো বাড়িতেই সেরে ফেলেন নিজের রূপ চর্চা। আপনি হয়তো ভীষণ ব্যস্ত, নিজের ত্বকের যত্নের জন্য একটুখানি সময়ও বের করতে পারছেন না। তাহলে রান্নাঘরেই সেরে ফেলুন না রূপচর্চার কাজটি। তাও আবার রান্নাঘরের জিনিস দিয়েই…

চুলের যত্ন নেয়া খুব কষ্টসাধ্য ব্যাপার । যদি আপনি আপনার চুলকে আরো ঘন আর মজবুত করতে চান সেক্ষেত্রে আপনার পছন্দের শ্যাম্পুর সঙ্গে সামান্য লবণ মিশিয়ে ব্যবহার করতে পারেন। এই লবণ মাখানো শ্যাম্পু চুলের গোড়াকে মজবুত করতে সাহায্য করে। এছাড়াও খুশকি থেকেও রক্ষা করে।

সুন্দর ভ্রু আর আই ল্যাশের জন্য:

মুখের মধ্যে সবচেয়ে আকষনীয় হচ্ছে চোখ। খুব তাড়াহুড়া থাকলেও বাইরে বের হবার আগে চোখে একটু কাজল পরে নিতেই হবে। আর চোখের পাপড়ি বড় দেখাতে অনেকেই মাসকাড়া ব্যবহার করে থাকেন। আজ থেকে আর মাসকাড়ার খালি বোতল ফেলবেন না। খালি বোতল টা ধুয়ে নিয়ে তাতে ৪ ভাগের ১ ভাগ ক্যাস্টর ওয়েল, ৪ ভাগের ১ ভাগ অ্যালোভেরার জুস আর ২ ভাগের ১ ভাগ ভিটামিন ই ভালোভাবে মিশিয়ে নিন। এবার প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে ভ্রুতে আর আইল্যাসে লাগান। এত করে ভ্রু যেমন ঘন হবে তেমনি পাপড়িও।

চোখের চারপাশের কালো দাগ দূর করতে:

আমরা সবাই কম-বেশি কফি পান করে থাকি। যদিও কফির অনেক গুনাগুণ সম্পর্কে আমরা আগে থেকে জানি। কিন্তু এই কফির সাথেই সামান্য নারকেল তেল ভালোভাবে মিশিয়ে সপ্তাহে ২-৩ দিন চোখের চারপাশে লাগিয়ে রাখুন ১৫-২০ মিনিট। এভাবে আস্তে আস্তে কালো দাগ দূর হয়ে যাবে।

শরীরের যত্নে:

বাড়িতেই এই বিশেষ প্যাকটি তৈরি করে ফেলতে পারেন। বিশেষ এই প্যাকটি তৈরি করতে ২ টেবিল আদার রস, ৫ চামচ নরম মাটি, এবং ১০ টেবিল চামচ গরম পানি একসঙ্গে মেশান। এবার সপ্তাহে একবার এই মিশ্রণ আপনার শরীরে প্রয়োগ করুন। একটি ঘন্টা পর হালকা গরম পানি দিয়ে গোসল সেরে নিন। এত করে শরীরের ত্বক টানটান থাকবে।

পায়ের ত্বকের যত্নে: চিনির কিছু উপকারিতাও রয়েছে। অনেকের পায়ে প্রচুর লোম থাকে। সেক্ষেত্রে ঘরোয়া একটি প্যাক তৈরি করে অনায়াসেই লোম থেকে মুক্তি পেতে পারেন। প্যাকটি তেরি করতে লাগবে- ৪ ভাগের এক ভাগ লেবুর রস আর ৪ ভাগের এক ভাগ পানি ও সাথে ২ কাপ পরিমান চিনি। এবার এই মিশ্রণগুলো হালকা গরম করে নিন, এবার পানি থেকে যখন ক্যারামেল এর মতন হবে তখন নামিয়ে ঠান্ডা করে নিন। এবার পায়ে লাগিয়ে একটু শুকিয়ে গেলে হালকা টেনে টেনে তুলে নিন। তাহলেই পায়ের লোম পরিস্কার হয়ে যাবে।

সুন্দর ও মজবুত নোখ:

সৌন্দর্যের পূজারী সবাই। হাতের নোখ ভালো রাখতে এই ধরনের পদ্ধতি ব্যবহার করতে পারেন- হাফ চা চামচ পরিমান নারকেল তেল এবং মধু ও সমান্য লবণ এসসঙ্গে মিশিয়ে একটি বোতলে সংরক্ষণ করতে পারেন। এবার এই মিশ্রণটি নখে ব্যবহার করুন নেইল পলিশের মতো। এটি সপ্তাহে ৩-৪ বার ব্যবহার করতে পারেন রাতে।

ব্লাক হেডস বা শাল:

আমাদের অনেকের নাকেই এই সমস্যাটা হয়ে থাকে। বেশির ভাগ নারী বা পুরুষের কাছ থেকেই এই অভিযোগ টা শোনা যায়। এই শাল পরিস্কার করার উপায় টা খুবই সহজ- ১ টেবিল চামচ গরম পানি, ১ টেবিল চামচ ময়দা এবং ১ চা চামচ মধু একসাথে মিশিয়ে নিন। এই মিশ্রণে একটি তুলা বা কাপড়ের একটি টুকরো ভিজিয়ে নিয়ে নাকে ভালো করে লাগাতে হবে। এই অবস্থায় ১৫-২০ মিনিট রেখে তারপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

পাঠকের মতামত

Comments are closed.