257444

জাফলংয়ে হঠাৎ দেব

সিলেটের জাফলং হঠাৎ ঘুরে গেলেন ওপার বাংলার জনপ্রিয় নায়ক দেব। বৃহস্পতিবার বিকেলে ভারতের মেঘালয়ের ডাউকি এলাকার জিরো পয়েন্ট ঘুরে দেখেন তিনি। পরে জাফলং জিরো পয়েন্ট এলাকায় এসে টহলরত বিজিবি সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এদিকে হঠাৎ করেই দেবকে দেখে জিরো পয়েন্ট এলাকায় আসা বাংলাদেশ ও ভারত উভয় দেশের পর্যটকরা ভিড় জমান। এ সময় তার সঙ্গে সেলফি ও ফটো সেশনের জন্য তাকে ঘিরে ধরেন। পরে বিজিবি ও বিএসএফ সদস্যদের সহায়তায় ভক্তদের ভিড় এড়িয়ে তিনি সেখান থেকে চলে যান।

ভারতের ডাউকি এলাকায় একটি ছবির শুটিং শেষে জিরো পয়েন্ট দেখতে তিনি জাফলং এলাকায় আসেন।ওপার বাংলার এই নায়ক এ পর্যন্ত ৪০টির বেশি ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন।তিনি প্রবীর নন্দী পরিচালিত ‘অগ্নিশপথ’ সিনেমার মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রে অভিষেক করেন।

পরাণ যায় জ্বলিয়ারে রে, চ্যালেঞ্জ, খোকাবাবু, খোকা ৪২০ এর মতো একের পর এক সুপারহিট চলচ্চিত্র উপহার দিয়ে গেছেন। তার আসল নাম দীপক অধিকারী হলেও তিনি মূলত ‘দেব’ নামেই পরিচিত।

পাঠকের মতামত

Comments are closed.