257422

যুক্তরাজ্যে পয়সার গাছের সন্ধান!

আন্তর্জাতিক ডেস্কঃ টাকা কি গাছে ধরে? প্রবাদটা কারও অজানা নয়। যুক্তরাজ্যের কিছু জায়গায় গাছের দিকে তাকালে অবশ্য তা ভুল প্রমাণিত হবে। একমুহূর্তের জন্য হলেও ভাবতে পারেন অনেকে– টাকা তাহলে গাছেও ধরে!

ওয়েলসে এমন অনেক জায়গা আছে, যেখানে গাছের গায়ে অসংখ্য পয়সা লাগানো। দেখলে মনে হবে যেন গাছে পয়সা ধরেছে! এ নিয়ে যারা জানেন না, যুক্তরাজ্যের বন-জঙ্গলে চলার পথে সেই পর্যটকরা পড়ে যান ধন্ধে। ওয়েলসের উত্তরে গোয়াইনেড কাউন্টির পোর্টমেরিয়ন গ্রামে প্রায়ই চোখে পড়ে টাকার এমন গাছ। স্থানীয়রা প্রাচীন ঐতিহ্য ধরে রাখায় এমন দৃশ্য দেখা যায়।

ওয়েলসের উত্তরে গোয়াইনেড কাউন্টির পোর্টমেরিয়ন গ্রামে প্রায়ই চোখে পড়ে টাকার এমন গাছ। স্থানীয়দের পুরনো ঐতিহ্য থেকেই এমন দৃশ্য তৈরি হয়েছে।কুসংস্কার ও ঐতিহ্য মিলিয়ে সেখানে বেড়াতে যাওয়া পর্যটকদের অপার আকর্ষণ এই টাকার গাছ।

স্থানীয়দের অনেকে মনে করেন, গাছের কাণ্ডে পয়সা লাগিয়ে দিলে ভাগ্য বদলে যায়। কারও মতে, অসুস্থরা গাছে কাণ্ডে পয়সা ঠুকে দিলে সুস্থ হয়ে উঠবেন।আবার গাছ থেকে পয়সা তুলে নিলে বিপরীতটি ঘটতে পারে কেউ কেউ আশঙ্কা করছেন। অর্থাৎ সুস্থরা অসুস্থ হয়ে যাবেন। ভাগ্য বৈরীও হয়ে যেতে পারেন।

সেখানে ১৭০০ সাল থেকে গাছে পয়সা ঠুকে দেয়ার প্রচলন রয়েছে বলে ধারণা করা হচ্ছে।তখন এখানকার বাসিন্দারা বিশ্বাস করতেন, এ কাজ করলে অসুস্থতা থেকে মুক্তি আসবে। পাশাপাশি তাদের জীবনে সুখশান্তি আসবে।

তবে এসব ধারনা কখনো বাস্তবে ফলেছে কিনা, তা রহস্যই রয়ে গেছে। সে যা-ই হোক, পর্যটকদের জন্য এই টাকার গাছ এক ভিন্ন আকর্ষণ।

পাঠকের মতামত

Comments are closed.