257330

শীতে কিভাবে ঠোঁটের যত্ন নিবেন, জেনেনিন

ডেস্ক রিপোর্ট : শীতের সময় ঠোঁটের যত্ন নেয়া একটু বেশি দরকার। কারণ শীতের আর্দ্রতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ঠোঁট। এই সময় ঠোঁট ফাটা থেকে শুরু করে ঠোঁটের নানাবিধ সমস্যা দেখা দেয়। তাই শীতে আপনার ঠোঁটে চাই বাড়তি যত্ন। – জাগোনিউজ২৪

চারপাশে চলছে শীতকে বরণ করে নেয়ার প্রস্তুতি। তাই এখন থেকে ঠোঁটের যত্ন নিতে হবে, যেন প্রচণ্ড শীতে আপনার ঠোঁট থাকে সুস্থ। ঠোঁট ফাটার অন্যতম কারণ হলো রুক্ষতা। তাই যেভাবেই হোক ঠোঁটের রুক্ষতাকে নিয়ন্ত্রণে রাখতে হবে।

১) ভ্যাসলিন ব্যবহার – শীতে সবসময় ভ্যাসলিন ব্যবহার করুন। রাতে ঘুমাতে যাওয়ার আগেও ঠোঁটের পরিচর্যা করতে হবে। এ সময় পুরু করে ভ্যাসলিন লাগিয়ে নিন। তারপর সকালে ঘুম থেকে উঠে ভেজা নরম কাপড় দিয়ে আলতো করে মুছে ফেলুন। এতে ঠোঁটের মরা চামড়া উঠে যাবে। ঠোঁট হয়ে উঠবে আরো বেশি সতেজ এবং কোমল।

২) লিপস্টিকের ব্যবহার – বাইরে বের হওয়ার আগে বেশিরভাগ মেয়েই লিপস্টিক লাগিয়ে থাকেন। তবে ঠোঁট ফাটা থাকলে বিব্রতকর অবস্থায় পড়তে হয়। লিপস্টিক লাগানোর আগে ঠোঁটে ভ্যাসলিন লাগিয়ে নিন। এতে ঠোঁট তো সুরক্ষিত থাকবে, লিপস্টিক থাকবে অনেকক্ষণ। যারা শীতাতপ নিয়ন্ত্রিত জায়গায় কাজ করেন, তাদের ক্ষেত্রেও ভ্যাসলিনটা জরুরি।

৩) রঙ নির্বাচন – চকচকে রঙের লিপস্টিক সবার পছন্দের। আপনার যদি ততটা পছন্দের না হয় তারপরও এই মৌসুমে চকচকে রঙের লিপস্টিক বেছে নিন। কারণ, চকচকে রঙের লিপস্টিক আপনার ঠোঁটকে উজ্জ্বল তো রাখবে। এবং ঠোঁটের ফাটাজনিত কোনো সমস্যা থাকলে সেটিও ঢেকে রাখবে।

লিপস্টিক কেনার সময় সেটি ভালো ব্র্যান্ডের কি না খেয়াল করুন। কারণ, নন ব্র্যান্ডের লিপস্টিক ব্যবহার করলে ঠোঁটের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। মনে রাখবেন শীতের সময় ময়েশ্চারাইজারযুক্ত লিপস্টিক ব্যবহার করা উচিত। তাহলে ঠোঁট থাকবে নরম ও কোমল।

পাঠকের মতামত

Comments are closed.