257449

সন্তান প্রসবের ১১ দিনের মাথায় ডেঙ্গু কেড়ে নিল নারী পুলিশের প্রাণ

আন্তর্জাতিক ডেস্কঃ মেয়ে সন্তান প্রসবের ১১ দিনের মাথায় না ফেরার দেশে চলে গেলেন ডেঙ্গু আক্রান্ত নারী পুলিশ সদস্য রুনু বিশ্বাস (২৮)। বুধবার ভোরে ভারতের পশ্চিমবঙ্গের বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

ভারতীয় একটি সংবাদ মাধ্যমে বলা হয়, আট মাসের অন্তঃসত্ত্বা রুনুকে গত ২৫ অক্টোবর ভিআইপি রোডের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই পরদিন ২৬ অক্টোবর এক কন্যাসন্তানের জন্ম দেন তিনি। তার আগে থেকেই জ্বরে ভুগছিলেন রুনু।

অস্ত্রোপচার করে সন্তানের জন্ম দেয়ার দু’দিনের মাথায় তার অবস্থার অবনতি হতে থাকে।রক্তের প্লেটিলেট ৬৫ হাজারে নেমে যায়। এর পরে ২৯ অক্টোবর রুনুকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

সেখানেই বুধবার ভোরে তার মৃত্যু হয়। তবে সদ্যোজাত সুস্থ রয়েছে বলেই রুনুর পরিবার জানিয়েছে।পেশায় কলকাতা পুলিশের কনস্টেবল রুনু আমহার্স্ট স্ট্রিট নারী থানায় কর্মরত ছিলেন। অন্তঃসত্ত্বা হওয়ায় দূর্গাপুজার সময় থেকেই ছুটিতে ছিলেন তিনি। রুনুর স্বামী অনুপ সরকারও একজন পুলিশ সদস্য।

পাঠকের মতামত

Comments are closed.