257711

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:)

আজ রোববার হিজরী ১২ রবিউল আউয়াল সারা দেশে ঈদে মিলাদুন্নবী সা: উদযাপিত হবে। দিনটি সাইয়েদুল মুরসালিন হজরত মুহাম্মদ সা:-এর জন্ম ও ওফাতের দিন। যথাযথ ধর্মীয় মর্যাদায় ধর্মপ্রাণ মুসলমানরা দিনটি উদযাপন করে থাকেন।

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাষ্টপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হসিনা পৃথক বাণীতে দেশবাসীসহ মুসলিম উম্মাহ’র সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

রাষ্ট্রপতি বলেন, মহানবী হজরত মুহাম্মাদ (সা.) এর জীবনাদর্শ আমাদের সকলের জীবনকে আলোকিত করুক, আমাদের চলার পথের পাথেয় হোক, মহান আল্লাহর কাছে এ প্রার্থনা করি।

প্রধানমন্ত্রী বলেন, মহানবী রাসূলুল্লাহ (সা.) এর সুমহান আদর্শ অনুসরণের মধ্যেই প্রতিটি জনগোষ্ঠীর অফুরন্ত কল্যাণ, সফলতা ও শান্তি নিহিত রয়েছে। আজকের দ্বন্দ্ব-সংঘাতময় বিশ্বে প্রিয়নবী (সা.) এর অনুপম শিক্ষার অনুসরণের মাধ্যমেই বিশ্বের শান্তি, ন্যায় এবং কল্যাণ নিশ্চিত হতে পারে।

পাঠকের মতামত

Comments are closed.