257699

বাবরি মসজিদের রায় নিয়ে টুইট করে অপমানের শিকার শেবাগ

ভারতের অযোধ্যায় বাবরি মসজিদের জায়গায় মন্দির গড়ার জন্যই রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। মন্দির গড়ার জন্য সরকারকে একটি ট্রাস্ট গঠন করতেও বলা হয়েছে। রায়ের পর শনিবার (৯ নভেম্বর) টুইটার হ্যান্ডেলে সনাতন ধর্মীয় অবতার রামের একটি প্রতিকৃতির ছবি পোস্ট করেন শেহবাগ। ক্যাপশনে লেখেন, শ্রী রাম, জয় শ্রী রাম, জয় জয় রাম। বাবরি মসজিদের রায়ের পর এমন শেহবাগের এমন পোস্টকে অনেকে ভালোভাবে নেয়নি।

এর আগে, শনিবার (৯ নভেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় মামলার রায় দেন ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বে গড়া পাঁচ সদস্যের বেঞ্চ। রায়ে শর্তসাপেক্ষে জমির অধিকার হিন্দুদের দিল সুপ্রিম কোর্ট। এছাড়া রামমন্দির তৈরিতে ট্রাস্ট গঠনের নির্দেশ।

পাঠকের মতামত

Comments are closed.