257602

মাঠে নামতেই সাকিব জয়ের দেখা পেল

ডেস্ক রিপোর্ট : জুয়াড়ীর প্রস্তাব আইসিসিকে না জানানোয় দুই বছরের জন্য নিষেধাজ্ঞা পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। জাতীয় দলে তাকে না দেখা গেলেও মাঠে ঠিকই ফিরছেন এ ক্রিকেটার। তবে ক্রিকেট নয়, তার জনপ্রিয় খেলা ফুটবলে ফিরেই জয় পেয়েছেন এ তারকা।

সামাজিক ফুটবল ক্লাব ফুটি হ্যাগসের হয়ে সাকিব সম্প্রতি মাঠে নামেন। প্রীতি ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল দ্যা কোরিয়ান এক্সপার্ট টিম। সাকিবরা ম্যাচটি জেতেন ৩-২ গোলের ব্যবধানে।

সাকিব যে দলের হয়ে খেলেছেন, সেই ফুটি হ্যাগসে ছিলেন বেশ কজন পেশাদার ফুটবলার। নিষেধাজ্ঞার কারণে সাকিব ক্রিকেট খেলতে পারবেন না ২০২০ সালের ২৮ অক্টোবর পর্যন্ত। আপাতত তাই তার ‘অনাকাক্সিক্ষত বিশ্রাম’।

২০১৮ সালে বাজিকর দীপক আগারওয়াল তিন বার ফিক্সিংয়ের প্রস্তাব দেন সাকিবকে। আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো ক্রিকেটার ম্যাচ গড়াপেটার প্রস্তাব পেলে তা আইসিসি বা নিজ দেশের বোর্ডের অধীনে থাকা দুর্নীতি দমক কমিশনকে জানাতে হবে।

তবে সাকিব তা করেননি। বিষয়টি নিয়ে আইসিসি তদন্ত করে সাকিবের নিশ্চুপ থাকার প্রমাণ পায়। আইন অনুযায়ী এই ভুলের শাস্তি ৬ মাস থেকে ৫ বছর। সাকিবকে আইসিসি ২ বছরের জন্য নিষিদ্ধ করে, যার পরবর্তী ১ বছর স্থগিত নিষেধাজ্ঞা।

পাঠকের মতামত

Comments are closed.