257850

চাঁদে ইকনোমিক জোন গড়ার একক কতৃত্ব চায় চীন!

ডেস্ক রিপোর্ট : ২০৫০ সালের মধ্যে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদে ইকনোমিক জোন (অর্থনৈতিক অঞ্চল) গড়ার প্রকল্প হাতে নিয়েছে চীন। আর এই প্রকল্প বাস্তবায়ন করতে খরচ হবে ১০ লাখ কোটি ডলার।

সম্প্রতি চীনের মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি সংস্থার প্রধান বাও ওয়েমিন এ প্রকল্পের ঘোষণা করেন। উচ্চাভিলাষী এ পরিকল্পনার মূল প্রযুক্তির নির্মাণ কাজ ২০৩০ সালের মধ্যে শেষ হবে। আর যোগাযোগ প্রযুক্তি নির্মাণ সম্ভব হবে ২০৪০ সালের মধ্যেই ।

চীন মহাকাশ খাতে ব্যাপক গবেষণা ও সমীক্ষা চালাচ্ছে। গত জুলাইয়ে দেশটির একটি বেসরকারি কোম্পানি আই-স্পেস একটি রকেট সফলতার সঙ্গে উৎক্ষেপণ করে। এটি চীনের বাণিজ্যিক মহাকাশ শিল্পের প্রথম সফল রকেট উৎক্ষেপণ। ১৯৭০ সালে চীন প্রথম উপগ্রহ উৎক্ষেপণ করে। ২০০৩ সালে মহাকাশচারী পাঠানোয় তৃতীয় দেশ হিসেবে মহাকাশে নিজেদের নাম লেখায় চীন।

সূত্র- বাংলাদেশ প্রতিদিন

পাঠকের মতামত

Comments are closed.