257867

সেই অভিনন্দনের মূর্তি পাকিস্তানের যুদ্ধ জাদুঘরে 

ডেস্ক রিপোর্ট : ভারতীয় বিমান বাহিনীর সেই উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে নিয়ে ভারতে অনেক মাতামাতির পর এবার পাকিস্তানের যু্দ্ধ জাদুঘরেও দেখা গেল তার মূর্তি। কাচের শোকেসে রাখা হয়েছে মূর্তিটিকে। টুইটারে ছবিটি পোস্ট করেছেন পাকিস্তানের সাংবাদিক আনোয়ার লোধী।

গত ২৭ ফেব্রুয়ারি বালাকোটে হামলার পর পাকিস্তানের জঙ্গি বিমান তাড়া করতে গিয়ে পাক ভূখণ্ডে ঢুকে পড়ে ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের জঙ্গি বিমান। পাকিস্তান বিমানটি ভূপাতিত করার দাবি করে এর পাইলট অভিনন্দনকে আটক করে।

এরপর পাকিস্তান একটি ভিডিও প্রকাশ করে। তাতে আটক অভিনন্দনকে চায়ের কাপে চুমুক দিতে দিতে সামরিক কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে দেখা যায়। পরে শান্তির নিদর্শন হিসাবে অভিনন্দনকে মুক্তি দিয়ে ভারতে ফেরত পাঠানোর ঘোষণা দেয় পাকিস্তান এবং ১ মার্চে ওয়াগা সীমান্তে তাকে ভারতের হাতে তুলে দেয়।

অভিনন্দন ভারতে ফেরার পরই রাতারাতি বীর খেতাব পান এবং তার মত করে গোঁফ রাখার হিড়িক পড়ে যায়। তার ছবিসহ শাড়ি বিক্রি নিয়েও মাতামাতি হয়েছে প্রচুর। এবার পাকিস্তানের করাচিতেও পাক বিমান বাহিনীর ওয়ার মিউজিয়ামে এই ভারতীয় বৈমানিকের একটি ম্যানিকুইন বসানো হয়েছে বলে জানিয়েছে ‘ইন্ডিয়া টুডে’ পত্রিকা।

টুইটার পোস্টে ছবিটি দিয়ে পাক সাংবাদিক আানোয়ার লোধী লিখেছেন, পাকিস্তান বিমান বাহিনীর মিউজিয়ামে অভিনন্দনকে স্থান দেওয়া হয়েছে। যদি তার হাতে এক কাপ চা থাকত তাহলে তা দেখতে আরও ভাল হত। টুইটারে পোস্ট করা ছবিতে দেখা গেছে, অভিনন্দনের পাশে দাঁড়িয়ে আছে এক পাক সেনা। আর পেছনে কাচের পাটাতনে অভিনন্দনের ব্যবহৃত চায়ের কাপও রয়েছে।

এর আগে ক্রিকেট বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের আগে পাক চ্যানেলে অভিনন্দনকে নিয়ে বিজ্ঞাপন দেখানো হয়েছিল। তা নিয়েও অনেক কটাক্ষ ও সমালোচনা হয়েছে নেট দুনিয়ায়। এতে নতুন মাত্রা যোগ করল পাক সেনা বাহিনীর ওয়্যার মিউজিয়ামে অভিনন্দনের মূর্তি। ভারত বিষয়টিকে অপপ্রচার হিসাবেই দেখছে।

পাঠকের মতামত

Comments are closed.