258133

৩০ বছর পর এক বিরল প্রজাতির প্রাণীর সন্ধান মিলল!

ডেস্ক রিপোর্ট : একটি বিরল প্রজাতির ছোট হরিণের মতো প্রাণীর সন্ধান পাওয়া গেছে ভিয়েতনামের উত্তর-পশ্চিম দিকের বনাঞ্চলে। বিশেষজ্ঞরা বলছেন, প্রায় ৩০ বছর পর দেখা দিয়েছে এই প্রাণীটি। শেষ বার এটি ১৯৯০ সালে দেখা গিয়েছিল।

নেচার ইকোলজি অ্যান্ড ইভলিউশন-এ সোমবার এই প্রাণীটিকে নিয়ে একটি প্রবন্ধ প্রকাশ পেয়েছে। সেখানে প্রাণী বিশেষজ্ঞরা বলছেন, এটি একটি রুপোলিপিঠের শেভ্রোটাইন বা মাউস ডিয়ার (ইঁদুর হরিণ)।

হরিণটি কিছুটা ইঁদুরের মতো দেখতে বলে এর এমন নাম। মাউস ডিয়ার প্রথম দেখা মেলে ভিয়েতনামেই। ১৯১০ সালে প্রথমবার হো চি মিন সিটি থেকে ৪৫০ কিলোমিটার দূরে নেহ ট্র্যাংয়ের কাছে দেখা মেলে।

কিন্তু ১৯৯০ সালের পর এর আর দেখা মেলেনি। চোরা শিকারীদের কারণেই প্রাণীটি বিলুপ্তির পথে চলে যায় বলে মনে করা হয়।

তবে ভিয়েতনামের দুই প্রাণী বিজ্ঞনী এই মাউস ডিয়ারের সন্ধান চালিয়ে যাচ্ছিলেন। তাঁরা জঙ্গলের কিছু অধিবাসীদের কাছে জানতেও পারেন এই হরিণের অস্তিত্ব।

তাঁরা নাকি এদের দেখেছেন বলে জানান, তবে তার কোনও প্রমাণ পাওয়া যাচ্ছিল না।

প্রাণীটির অস্তিত্ব প্রমাণ করতেওই এলাকায় ৩০টি মোশান-অ্যাক্টিভ ক্যামেরা বাসানো হয়। তারতেই ধরা পড়ছে এই মাউস ডিয়ারের ছবি।

পাঠকের মতামত

Comments are closed.