258519

মেঘনায় ধরা পড়ল বিশাল পান পাতা মাছ

কিশোরগঞ্জের ভৈরবের মেঘনায় জেলেদের জালে পাঁচ মণ ওজনের একটি বিশাল পান পাতা মাছ ধরা পড়েছে। শনিবার বিকেলে পৌর শহরের পলতাকান্দা গ্রামের জেলে আলমগীর হোসেনের জালে মাছটি ধরা পড়েছে।
জেলেদের দাবি, পান পাতা মাছটি এক লাখ টাকায় বিক্রি করতে পারবেন। বিশাল আকারের মাছটি সন্ধ্যায় বিক্রির জন্য আড়তে নিয়ে এলে মাছ দেখতে উৎসুক জনতা ভিড় জমায়।

পৌর শহরের পলতাকান্দা গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন জানান, দীর্ঘ দিন ধরে মেঘনা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করছেন তিনি। প্রতিদিনের ন্যায় শনিবার দুপুর নদীতে জালে ফেলেন তিনিসহ তার সহযোগীরা। পরে মাছ ধরতে জাল টেনে কাছে আনার সময় জালে বড় কিছু একটা ধরা পড়েছে বলে টের পান তারা। ফলে আস্তে আস্তে জান টেনে কৌশলে বিরল প্রজাতির পান পাতা মাছটি ধরতে সক্ষম হন।

তিনি আরো জানান, জালটি নৌকার কাছে এলে মাছটি শক্তি প্রয়োগ করে জাল থেকে বেরিয়ে যেতে চায়। ফলে তারাও সতর্কতার সঙ্গে আট থেকে ১০ জেলে মিলে মাছটি নৌকায় তুলতে সক্ষম হন। পরে সন্ধ্যায় মাছটি বিক্রি করতে নৈশ্য মৎস আড়তের মনির এন্টারপ্রাইজের মালিক মাছ ব্যবসয়ী রাজু বেপারী কাছে নিয়ে আসেন।

মাছ ব্যবসায়ী রাজু মিয়া জানান, বিরল প্রজাতির পান পাতা মাছটি বিক্রির জন্য একক কোনো ক্রেতা না পাওয়া যায়রি। পরে মাছটি কেটে প্রতি কেজি ৫০০ টাকা দরে বিক্রি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মাছটি ৮০ হাজার থেকে লাখ টাকায় বিক্রি হতে পারে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

পাঠকের মতামত

Comments are closed.