258586

নিজের ক্ষোভ উগরে দিতে ৬৫ কিঃমিঃ দৌড়ানোর সিদ্ধান্ত নেন! কিন্তু মাঝ পথে… (দেখুন ভিডিও)

ডেস্ক রিপোর্ট : বদলি ঘিরে বেজায় অসন্তুষ্ট ছিলেন এক পুলিশ। আর তাই নিজের ক্ষোভ উগরে দিতে ৬৫ কিলোমিটার দৌড়ানোর সিদ্ধান্ত নেন তিনি! কিন্তু কিছুটা দৌড়েই রাস্তায় উলটে পড়ে যান ওই পুলিশ। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ভারতের উত্তর প্রদেশের ইটাওয়া জেলার এই ঘটনায় রীতিমতো হইচই পড়েছে পুলিশ ও প্রশাসনিক মহলে। ওই পুলিশের দাবি, কর্তৃপক্ষের নিজেদের দ্বন্দ্বের কারণে তার এই বদলি করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বদলির প্রতিবাদ জানাতেই ৬৫ কিলোমিটার দৌড়ানোর কথা ভাবেন ওই পুলিশ। তবে কিছুটা দৌড়েই অচেতন হয়ে উলটে রাস্তায় পড়ে যান তিনি। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, ওই পুলিশের নাম বিজয় প্রতাপ, তিনি পুলিশ লাইনে পোস্টেড ছিলেন। পুলিশ লাইন থেকে তার বদলি করা হয়েছে বিঠোলি থানায়।

এ ঘটনার পর নিজের প্রতিবাদ জানাতে গিয়ে বিজয় প্রতাপ পুলিশ লাইন থেকে বিঠোলি থানা পর্যন্ত দৌড়ানোর সিদ্ধান্ত নেন। তবে দৌড়াতে দৌড়াতে তিনি অচেতন হয়ে রাস্তায় পড়ে যান। তারপরেই তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বদলির বিষয়ে এসআই বিজয় প্রতাপ বলেন,‌ ‘আরআইয়ের (রিজার্ভ ইন্সপেক্টর অফ পুলিশ) দ্বন্দ্বের ঘটনাতেই আমার ট্রান্সফার হয়েছে।’

বিজয় আরও বলেন, ‘এসএসপি আমাকে পুলিশ লাইনেই থাকতে বলেছিলেন। কিন্তু আরআই আমার বদলি বিঠোলি থানায় করে দিয়েছেন। এটাকে আমার রাগ বলুন বা অভিমান, আমি দৌড়াতে দৌড়াতে বিঠোলি যাওয়ার সিদ্ধান্ত নিই।’

এদিকে বিজয় প্রতাপের মাঝ রাস্তায় পড়ে যাওয়ার পরে পুলিশ মহলে বেশ শোরগোল পড়ে গেছে। গোটা ঘটনার তদন্ত চলছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

পাঠকের মতামত

Comments are closed.