258856

গুজব ছড়ানোর পর লবণের দাম ছাড়িয়ে গেল ১০০ টাকা!

হঠাৎ করেই সিলেট শহরে বাতাসে ছড়িয়ে পড়ে লবণ পৌঁছে গেছে একশ’ টাকা প্রতি কেজিতে। সোমবার (১৮ নভেম্বর) রাত সোয়া দশটায় সিলেট মহানগর ছাত্র ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক মনীষা ওয়াহিদ মুঠোফোনে বিডি২৪লাইভকে জানান, সন্ধ্যা থেকে আমরা শুনেছি যে লবণের দাম ১০০ ছাড়িয়ে ২০০ টাকা হয়ে গেছে। খোঁজ নিয়ে জেনেছি, এই গুজব ছড়িয়ে পড়ার পর সিলেটের কিছু দোকানী ১০০ টাকা কেজি বা তারও বেশি দামে লবণ বিক্রি করছেন।

মনীষা আরো জানান, এই গুজব ও দাম বৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর ২টায় সিলেট জেলা ও মহানগর ছাত্র ইউনিয়ন প্রতিবাদ সমাবেশ করবে।

এর আগে, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেন, আমি লবণের দাম বৃদ্ধির খবর শুনেছি। ইতোমধ্যে প্রতিটি উপজেলা ইউএনও এবং থানায় বলা হয়েছে পদক্ষেপ নিতে। তিনি আরও বলেন, সোমবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে নির্বাহী ম্যাজিট্রেটসহ কয়েকটি টহল টিম বাজারে অভিযানে নেমেছে।

পাঠকের মতামত

Comments are closed.