259015

গুজব ছড়িয়ে কৃত্রিম সংকট সৃষ্টি: দোকানের সব লবণ জনতার মাঝে বিলিয়ে দিলেন এসিল্যান্ড

এসিল্যান্ড রবিউল ইসলাম সাতক্ষীরার পাটকেলঘাটা বাজারে নিলয় সাধুর দোকানে অভিযান চালিয়েছেন। এ সময় দোকান মালিক জানান দোকানে লবণ নেই। পরে খুঁজে দোকানের মধ্যে লবণ পাওয়া যায়। পরে সেই লবণ জনগণের মাঝে বিলিয়ে দেন এসিল্যান্ড।

পাশাপাশি তালা উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেনের নেতৃত্বে তালা উপশহরে অভিযান চালানো হয়। অভিযানকালে তালা বাজারের ব্যবসায়ী মদন মাধুর দোকানের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় তিন বস্তা লবণ উদ্ধার করা হয়। এছাড়া কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে লবণ ডিলার ব্যবসায়ী ইয়াসিনকে আটক করা হয়।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, বাজারে লবণের ঘাটতি নেই। গুজব ছড়িয়ে কেউ বেশি দামে বিক্রি অথবা ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করলে ব্যবস্থা নেয়া হবে। ইতোমধ্যে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে এক ডিলারকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

পাঠকের মতামত

Comments are closed.