258926

ঘরে বসে এবার শীতের লোশন তৈরি করুন

ডেস্ক রিপোর্ট : শীতকালের ত্বকের যত্নে ‍আমরা নির্ভর করি লোশনের ওপর। কিন্তু বাজারে নামী-দামি ব্র্যান্ডের নকল লোশন তৈরি হচ্ছে নোংরা পরিবেশে। এগুলো ব্যবহারে ত্বকে মারাত্বক ক্ষতি হতে পারে। – বাংলানিউজ২৪

ঝুঁকি না নিয়ে নিজেই তৈরি করে নিন শীতের লোশন। এই লোশন ব্যবহার করেই শীতের রুক্ষতা থেকে ত্বক রক্ষা পাবে। থাকবে কোমল-মশৃণ আর উজ্জ্বল।

যা যা লাগবে –
১) অলিভ অয়েল আধা কাপ।
২) বিশুদ্ধ মোম দুই টেবিল চামচ।
৩) অ্যাসেনশিয়াল অয়েল।

যেভাবে করবেন: পাত্রে মোম এবং অলিভ অয়েল গরম করতে দিন। বলক না আসা পর্যন্ত গরম করুন।
ভালোভাবে মিশিয়ে নিয়ে অ্যাসেনশিয়াল অয়েল দিন।
এবার ঠান্ডা করে লোশন ভালো ভাবে বিট করে করতে হবে। চাইলে ব্লেন্ড করে নিতে পারেন।
তৈরি হয়ে গেলো আপনার শীতের লোশন। হাত-পাসহ পুরো শরীরে ব্যবহার করুন।

পাঠকের মতামত

Comments are closed.