259033

চড়া দামে যুক্তরাষ্ট্রে বিক্রি হচ্ছে ঘুঁটে!

আন্তর্জাতিক ডেস্কঃ আমাদের দেশে সচরাচর গরুর গোবর শুকিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এছাড়া জৈব সার হিসেবেও অনেকেই ব্যবহার করেন। তবে ঘুঁটে একেবারেই কম দামে বিক্রিও হয়। অথচ যুক্তরাষ্ট্রে পলিথিনের এক প্যাকেট ঘুঁটের মূল্য তিন ডলার! বাংলাদেশি টাকায় যা ২৫৪।

শুনে চোখ কপালে উঠলেও বানানো নয়, একেবারে সত্য ঘটনা। নিউজার্সির এডিসনে এক দোকানে চড়া দামেই বিক্রি হচ্ছে ঘুঁটে। খবর এনডিটিভির।

সোমবার এক সাংবাদিক যুক্তরাষ্ট্রের দোকানে বিক্রি হতে থাকা এই ঘুঁটের ছবি টুইটারে পোস্ট করেন। সমর হালারনকার নামের ওই সাংবাদিক তাঁর পোস্টের ক্যাপশনে লেখেন, ‘‘আমার ভাইজি আমাকে এটা পাঠিয়েছে। নিউ জার্সির এডিসনে ২.৯৯ ডলারে বিক্রি হচ্ছে ঘুঁটে। আমার প্রশ্ন, এই ঘুঁটে কি দেশি গরুর গোবর থেকে তৈরি নাকি বিদেশি?”

ছবিতে দেখা যাচ্ছে ১০টি ঘুঁটের প্যাকেটের ছবি। এবং সেই প্যাকেটের গায়ে লেখা এই বস্তুটি কেবল মাত্র ‘‘ধর্মীয় কারণেই ব্যবহারযোগ্য”। এবং এটি ‘‘খাওয়ার উপযুক্ত নয়”।

এমন এক পোস্ট দেখে বেজায় মজা পেয়েছেন টুইটার ব্যবহারকারীরা। তাঁরা নানা মজার মন্তব্যও করেছেন ছবিটি দেখে।

একজন লেখেন, ‘‘এগুলোকে ‘কাউডাং কুকি’ হিসেবে বিক্রি করলে বেশি ভাল হয়।”

আর একজন লেখেন, ‘‘ভারতীয় উৎপাদন।”

একজন আবার জানান, ‘‘ধর্মীয় উপাদান হোক বা না হোক, পাঞ্জাবি রান্নায় জ্বালানি হিসেবে এটা ভাল।”

আর একজন লেখেন, ‘‘কেউ যদি এটা খেতে চান, তাঁকে অনুমতি দেওয়া হোক।”

এর আগে আমাজনের নারকেলের মালা প্রায় ১,৪০০ টাকায় বিক্রি করার খবর সামনে এসেছিল। এবার চমকে দিল ঘুঁটে।

পাঠকের মতামত

Comments are closed.