259010

‘বেশি দামে লবণ বিক্রি-গুজব রটনাকারীকে পুলিশে দিন’

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে লবণের দাম বাড়ার গুজব রোধে এভাবেই সোশ্যাল মিডিয়া ও উপজেলার বিভিন্ন স্থানে সচেতনতামূলক মাইকিং করছে পুলিশ।

রাণীশংকৈল থানার ওসি আবদুল মান্নান বলেন, কোনো নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে পারে এমন গুজবে কান না দেয়ার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। ইউপি পর্যায়ে গুজব বিরোধী সচেতনতা ছড়াতে গ্রাম পুলিশও কাজ করছে।

স্থানীয়রা জানায়, দাম বাড়ার গুজবে লবণশূণ্য হয়ে পড়েছে খুচরা দোকানগুলো। বাড়তি মুনাফার লোভে লবণ বিক্রি বন্ধ করে দেয়ার প্রমাণও পাওয়া গেছে।

মঙ্গলবার দুপুরে চিনির বস্তায় ভরে লবন সরিয়ে নেয়ার সময় এক ব্যবসায়ীকে আটক করেছে স্থানীয়রা। এ সময় ১০ বস্তা লবণসহ তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।

রাণীশংকৈলের ইউএনও মৌসুমী আফরিদা বলেন, কেউ লবণের দাম বাড়ার গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সবাইকে এ গুজবে কান না দেয়ার অনুরোধ করা হচ্ছে।

পাঠকের মতামত

Comments are closed.