259013

৩০ মিনিটেই নিয়ন্ত্রণে লবণের বাজার

কুমিল্লার চৌদ্দগ্রামে ৩০ মিনিটেই লবণের দাম বাড়ার গুজব প্রতিহত করে বাজার নিয়ন্ত্রণে এনেছে প্রশাসন।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মিয়াবাজারে ঝটিকা অভিযান চালিয়ে সাত ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ইউএনও মাসুদ রানা’র নেতৃত্বে অভিযানে অংশ নেন উপজেলা প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা।

ইউএনও জানান, দাম বাড়ার গুজব ছড়ানোয় মঙ্গলবার দুপুর থেকে উপজেলার বিভিন্ন বাজারে লবণের কৃত্রিম সংকট সৃষ্টি করে কিছু অসাধু ব্যবসায়ী। এতে বেশি দামে লবণ কিনতে বাধ্য হন ক্রেতারা। খবর পেয়ে অভিযান চালিয়ে চৌদ্দগ্রাম বাজারের সাহা স্টোরকে ২০ হাজার টাকা, বিসমিল্লাহ স্টোরকে ৫০ হাজার টাকা, রাসেল স্টোরকে ৩০ হাজার টাকা, আনন্দ বেকারিকে ৩০ হাজার টাকা, ইব্রাহিম স্টোরকে ৩০ হাজার টাকা, বশর স্টোরকে ১০ হাজার টাকা, শ্রী হরি ভান্ডারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

চৌদ্দগ্রাম থানার এসআই রেজাউল করিম জানান, ৩০ মিনিটের অভিযানে বাকি ব্যবসায়ীরা সতর্ক হয়ে ন্যায্য মূল্যেই লবণ বিক্রি শুরু করে। এতে স্বস্তি ফেরে ক্রেতাদের মাঝে।

সবাইকে সতর্ক করে ইউএনও মাসুদ রানা বলেন, লবণের প্যাকেটে মূল্য লেখা থাকে। কেউ বেশি দামে লবণ কিনবেন না। কেউ গুজবে কান দেবেন না। গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মতামত

Comments are closed.