259407

ঘরের বিশেষ কিছু পরিচ্ছন্নতার টিপস জেনেনিন

ডেস্ক রিপোর্ট : আপনার মনের শান্তি ও ঘরের সৌন্দর্য এবং সুস্থতার জন্য ঘরের পরিচ্ছন্নতা ভীষণ জরুরি। তাই কয়েকটি টিপস জেনে ঘরকে করে তুলুন মনের মত।

‍‍‌‌‌@ফ্রিজে খাবার রাখতে কিংবা বের করতে গিয়ে অসাধানতাবশত খাবার পড়ে যেতেই পারে। এতে ফ্রিজ যেমন আঠালো হয়ে যায়, তেমনি গন্ধও ছড়িয়ে পড়ে ফ্রিজ জুড়ে। এই সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে ফ্রিজের তাকে

পার্সমেন্ট পেপার কিংবা ম্যাট বিছিয়ে নিন। খাবার পড়ে গেলে বের করে কেবল ম্যাটটি পরিষ্কার করে নিন

@মগ কিংবা প্লেটে স্ক্র্যাচ পড়েছে? বেকিং সোডা ও পানি মিশিয়ে পাতলা পেস্ট তৈরি করুন। পেস্টটি মগ কিংবা প্লেটে লাগিয়ে ভেজা কাপড় দিয়ে ভালো করে মুছে নিন।

@প্যান বা হাঁড়ির পোড়া দাগ দূর করতে পারেন খুব সহজেই। পোড়া হাঁড়ি ভর্তি করে পানি নিন। দুটি লেবু কয়েক টুকরা করে কেটে দিয়ে দিন পানিতে। লেবুসহ পানি চুলায় দিয়ে ফুটান কয়েক মিনিট। নামিয়ে পানি ফেলে ঘষে

পরিষ্কার করে ফেলুন পোড়া দাগ

@তোয়ালের স্যাঁতসেঁতে ভাব দূর করার জন্য পরিষ্কার করার সময় পানিতে খানিকটা বেকিং সোডা মিশিয়ে নিন।

@বেসিন পরিষ্কার করতে চাইলে ভিনেগার ভর্তি করুন বেসিনে। ১৫ মিনিট পর স্পঞ্জে বেকিং সোডা লাগিয়ে পরিষ্কার করে ফেলুন।

@আয়না ও জানালার কাঁচ পরিষ্কার করার জন্য চায়ের লিকার তৈরি করে নিন। লিকার যেন কড়া হয় সেদিকে লক্ষ রাখবেন। লিকার ঠাণ্ডা হলে স্প্রে বোতলে নিয়ে স্প্রে করুন আয়না বা জানালার গ্লাসে। খবরের কাগজ দিয়ে মুছে ফেলুন।

পাঠকের মতামত

Comments are closed.