259427

কোনো ধরনের উসকানি ছাড়াই গর্ভবতী মুসলমান নারীকে এলোপাতাড়ি লাথি ও ঘুষি (দেখুন ভিডিওসহ)

ডেস্ক রিপোর্ট : কোনো ধরনের উসকানি ছাড়াই এক গর্ভবতী মুসলমান নারীকে এলোপাতাড়ি লাথি ও ঘুষি মেরেছেন অস্ট্রেলিয়ার সিডনির এক বাসিন্দা। ওই নারী গুরুতর আহত হয়েছেন। গত বুধবার ঘটনা এ ঘটনাকে ইসলামবিদ্বেষী হামলা হিসেবে আখ্যায়িত করেছে অস্ট্রেলীয় ইসলামিক অ্যাসোসিয়েশন।

সংস্থা এএফপি ও টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ান ফেডারেশন অব ইসলামিক কাউন্সিলস(এএফআইসি) বলছে; আহত নারী ও তার সঙ্গীদের প্রতি হামলার সময় ইসলামবিদ্বেষী মন্তব্য ছুঁড়েছেন ওই ব্যক্তি। চিকিৎসার জন্য ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একটি রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। ওই স্থানের পাশের একটি সিসিটিভি ফুটেজ থেকে দেখা গেছে, একটি টেবিলে খাবার খেতে খেতে গল্প করছিলেন তিন নারী। এ সময় লাল পোশাক পরিহিত এক ব্যক্তি সেখানে আসেন। কয়েকটি কথা বলার পরই গর্ভবতী ওই নারীকে এলোপাতাড়ি ঘুষি মারতে শুরু করেন ওই ব্যক্তি। একের পর এক আঘাতে তিনি মাটিতে পড়ে যান। তখন ওই নারীকে পা দিয়ে মাড়াতে থাকেন লোকটি।

টেলিগ্রাফ বলছে, আহত ওই নারীর বয়স ৩১। তিনি ৮ সপ্তাহের গর্ভবতী। পুলিশ ওই ব্যক্তির বিরুদ্ধে হামলা ও হাঙ্গামার অভিযোগ দাখিল করেছে। তবে হামলাকারীর উদ্দেশ্য নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি।

সিডনির পুলিশ পরিদর্শক লুক সিওনকিজ বলেন, ‘আশপাশের লোকজন হামলায় বাধা না দিলে ওই নারীর আরও মারাত্মক পরিণতি হতে পারতো।’

অস্ট্রেলিয়ান ফেডারেশন অব ইসলামিক কাউন্সিলসসের (এএফআইসি) সভাপতি রাতিব নায়েদ বলেছেন, ‘এটা পরিষ্কার বর্ণবাদী ও ইসলামবিদ্বেষী হামলা। আমরা আশা করি, হামলাকারীর প্রতি সেভাবেই আচরণ করা হবে।’

পাঠকের মতামত

Comments are closed.