259489

তাপসী পান্নু নারী-পুরুষের পারিশ্রমিকে সমতা চান

ডেস্ক রিপোর্ট : বিশ্ব এগিয়েছে।কিন্তু পুরনো ধ্যান-ধারণাগুলো এখনও মুছে যায় নি। লিঙ্গবৈষম্য এমনই একটি পুরনো ধারণা যেটি এখনও বহু জায়গায় রয়েছে। পুরুষের চেয়ে নারীদের পারিশ্রমিক এখনও কম দেওয়া হয়। এ বৈষম্য পাড়া-মহল্লার ইটভাঙা নারী শ্রমিক থেকে শুরু করে বলিউড-হলিউড সর্বত্রই আছে।

তাই নারী-পুরুষের সমান অধিকার নিয়ে আলোচনা চলে আসছে বরাবরই। এবার সে আলোচনায় যোগ দিয়েছেন ভারতীয় অভিনেত্রী তাপসী পান্নু। জানিয়েছেন বলিউডের অন্তরালের খবরও।

ইন্ডিয়া টিভি অনলাইনের খবরে বলা হয়েছে, ভারতের গোয়ায় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব ইন্ডিয়ার (আইএফএফআই) ৫০ তম আসরে গত শনিবার হাজির হয়েছিলেন বিনোদন জগতসহ অন্যান্য অঙ্গনের তারকারা। তাতে যোগ দিয়েছিলেন তাপসী পান্নুও। সেখানেই আলাপচারিতায় নারী-পুরুষ সমতা নিয়ে কথা বলেন তিনি।

তাপসী জানান, নারী কেন্দ্রিক সিনোমার অর্ধেক অর্থ নায়ককে দিতে হয়। এটি খুবই হতাশাজনক। অন্য আরেকটি সাক্ষাৎকারেও কম পারিশ্রমিক নিয়ে কথা বলেন তিনি।

তাপসী বলেন, “পারিশ্রমিকে এই বৈষম্যে আমি বিরক্ত। যখন ছবির নায়কের পারিশ্রমিকের ৫ থেকে ১০ শতাংশ পাই তখন এটা বিরক্তিকর ঠেকে। কেবল এ চলচ্চিত্র অঙ্গনেই নয়, আমার মনে হয় প্রতিটি ক্ষেত্রেই একই অবস্থা বিরাজ করছে। আমি অভিনেতাদের চেয়ে বেশি পারিশ্রমিক চাইছি না। আমি চাইছি সমতা।” এই সমতা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

পাঠকের মতামত

Comments are closed.