259454

তিন মাসের ‘প্রি-ওয়েডিং কোর্স’ করার পর বিয়ের সিদ্ধান্ত!

ডেস্ক রিপোর্ট : প্রেম করার পর প্রেমিক- প্রেমিকা সিদ্ধান্ত নিলেন বিয়ে করার। অথবা পারিবারিকভাবেই নির্ধারণ হলো পাত্র-পাত্রী ও বিয়ের দিনক্ষণ। পরিস্থিতি এমন হলেও করা যাবে না বিয়ে।

কেননা বিয়ে করতে গেলে সম্পন্ন করতে হবে ‘প্রি-ওয়েডিং কোর্স’। আর সেই কোর্সের মেয়াদ তিন মাস। সেই কোর্স সফলভাবে শেষ করে সরকারের কাছ থেকে প্রশংসাপত্র নিলেই কেবল বসা যাবে বিয়ের পিঁড়িতে।

২০২০ সাল থেকে এরকম নিয়ম চালু হতে যাচ্ছে ইন্দোনেশিয়ায়। সম্প্রতি ইন্দোনেশিয়ার যুব উন্নয়ন ও সংস্কৃতিমন্ত্রী মুহাদজির এফেন্দি ঘোষণা করেছেন এ নিয়মের কথা। ২০২০ সাল থেকে এই নিয়ম চালু হবে বলেও জানান তিনি।

কেউ যদি এই কোর্সে পাস না করতে পারেন? এ বিষয়ে এফেন্দি জানান, এই কোর্স পাস না করলে করা যাবে না বিয়ে। তবে এই কোর্স করতে নিজের টাকা ব্যয় করতে হবে না সে দেশের বাসিন্দাদের। সরকারের পক্ষ থেকে বিনামূল্যেই করানো হবে এই কোর্স।

সেই কোর্সে থাকবে- যৌন শিক্ষা, বিভিন্ন রোগের প্রাথমিক জ্ঞান ও সন্তান বড় করে তোলার প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা।

পাঠকের মতামত

Comments are closed.