259497

১০ হাজার হাঙ্গরের বাচ্চা বরগুনায় শুঁটকি পল্লীতে!

ডেস্ক রিপোর্ট : বরগুনার পাথরঘাটার নতুন বাজার খাল সংলগ্ন শুটকি পল্লী থেকে ১০ হাজার হাঙ্গরের বাচ্চা জব্দ করেছেন কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের সদস্যরা। এ সময় ২ জনকে আটক করেছেন তারা।

রোববার সকালে আটককৃত দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০০ টাকা করে মোট ৪০০ টাকা জরিমানা করা হয়। এর আগে শনিবার রাতে ওই খালের মোহনার শুটকি পল্লী থেকে ১০ হাজার হাঙ্গরের বাচ্চাসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন পাথরঘাটা পৌরসভার ছোট পাথরঘাটা এলাকার হাকিম সিকদারের ছেলে বাবুল সিকদার (৪৫) এবং একই এলাকার আবদুল ছত্তার (৬৫)।

এ বিষয় কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের কমান্ডার লে. বিশ্বজিৎ বড়ুয়া বলেন, শনিবার রাতে খবর পেয়ে পাথরঘাটা খালের উত্তর পাশের ৯নং ওয়ার্ডে অভিযান চালিয়ে ১০ হাজার হাঙ্গরের বাচ্চা উদ্ধার করা হয়েছে। এ সময় ২ জনকে আটক করা হয়েছে। পরে সেখানেই হাঙ্গরের বাচ্চাগুলো মাটির নিচে পুতে ফেলা হয়েছে। আটককৃত ২ জনকে ভ্রমমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

সূত্র: যুগান্তর।

পাঠকের মতামত

Comments are closed.