259540

কোচ সবুজ নারী খেলোয়াড়কে থাপ্পড় মারার অভিযোগে বরখাস্ত!

ডেস্ক রিপোর্ট : নারী খেলোয়াড়কে থাপ্পড় মারার অভিযোগে বাংলাদেশ বাস্কেটবল দলের কোচ সবুজ মিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) বিওএর শীর্ষস্থানীয় কয়েকজন কর্মকর্তার সভায় তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়।

ঘটনা হল, আগামী ১ থেকে ১০ ডিসেম্বর নেপালে অনুষ্ঠিত হবে এসএ গেমস। এই গেমসের প্রস্তুতির জন্য চলতি মাসে ৭টি ম্যাচ খেলতে কলকাতায় গিয়েছিলেন বাংলাদেশ নারী বাস্কেটবল দল। সেখানেই নারী খেলোয়াড় তাসফিয়া চৌধুরীর গালে থাপ্পড় দেয় বাস্কেটবল দলের কোচ সবুজ মিয়া। পরে তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়।

এদিকে সোমবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) নারী খেলোয়াড়ের করা অভিযোগের প্রেক্ষিতে কোচকে ডেকে পাঠিয়েছিলেন বিওএ কর্মকর্তারা। অভিযুক্ত কোচ ও খেলোয়াড়দের দুই পক্ষের কথা শোনেন বিওএর তদন্ত কমিটি। এরপর বিওএর সহসভাপতি শেখ বশির আহমেদ মামুন জানান, ‘নারী খেলোয়াড়ের গায়ে হাত তোলার অপরাধে আপাতত তাকে ক্যাম্পে অনুশীলনে বিরত থাকতে নির্দেশ দিয়েছি। আগামী দুই দিনের মধ্যে ফেডারেশন এই কোচের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিবে।

পাঠকের মতামত

Comments are closed.