259549

রাজধানীর কামরাঙ্গীরচরে ৫০ লাখ টাকার জাল নোট তৈরি ও বিক্রি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট : রাজধানীর কামরাঙ্গীরচর থেকে ৫০ লাখ টাকার জাল নোট তৈরি ও বিক্রি চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উওর বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সাইফুল ইসলাম ওরফে রনি (৩১), মো. গিয়াস উদ্দিন (৩৬), মো. আজাহার আলী (৩৯), মো. আসিফ (২৭), মো. জীবন বেপারী (২৯) ও মো. ফোরকান (২৭)। তাদের কাছ থেকে জালনোট ও তা তৈরীর কাজে ব্যবহৃত ২ টি ল্যাপটপ, ৪ টি কালার প্রিন্টার, ১ টি ফয়েল পেপার রোল, ৪ টি স্কিন প্রিন্টের ফ্রেম, ১ বান্ডিল কাগজ, ২ টি এন্টিকাটার, ২ টি স্টিলের স্কেল, ১৫ টি অব্যবহৃত কালির কৌটা ও ১০ টি প্রিন্টারের ব্যবহৃত রিফিল উদ্ধার করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা উওর বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিমের সহকারি পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম বলেন, সোমবার বিকেলে কামরাঙ্গীরচরের আরকে টাওয়ারে অভিযান চালিয়ে জাল নোটসহ তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি আরো বলেন, গ্রেপ্তার সাইফুলসহ চক্রের সদস্যরা দেশের বিভিন্ন স্থানে জাল টাকা বিস্তারের পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিলেন। তারা প্রথম পাইকারী বিক্রেতার কাছে প্রতি লাখ জাল টাকা ৮-১০ হাজার টাকায় বিক্রি করেন। পাইকারী বিক্রেতা প্রথম খুচরা বিক্রেতার কাছে ১২-১৫ হাজার টাকায় বিক্রি করেন। প্রথম খুচরা বিক্রেতা দ্বিতীয় খুচরা বিক্রেতার কাছে ২৫-৩০ হাজার টাকায় বিক্রি করেন। দ্বিতীয় খুচরা বিক্রেতা মাঠ পর্যায়ে জাল নোটের মূল্যমান আসল টাকার সমান করে বাজারে ছড়িয়ে দেন। মাঠ পযার্য়ে কর্মীরা বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পন্য/দ্রব্য কেনার মাধ্যমে এই জালনোট বাজারে বিস্তার করে থাকে।

প্রথামিক জিজ্ঞাসাবাদে ডিবি জানতে পেরেছে, ২০১০ সালে রশিদ নামে এক ব্যক্তির কাছ থেকে জাল নোট তৈরির কৌশল শিখেন সাইফুল। এরপর সাইফুলের তৈরি জাল নোটের ডিলার হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন জীবন বেপারী।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন ডিবি কর্মকর্তা শাহিদুল ইসলাম।

পাঠকের মতামত

Comments are closed.