259604

নতুন প্রযুক্তি ‘ব্যাটসেন্স’ আসছে ব্যাটসম্যানদের জন্য

ডেস্ক রিপোর্ট : সাধারণত দেখা যায় ব্যাটিংয়ের টেকনিক-ভুলত্রুটি বিশ্লেষণের জন্য কোচ বা পরামর্শকের দ্বারস্থ হতে হয় ব্যাটসম্যানদের। তবে এখন থেকে বিকেএসপির ব্যাটসম্যানদের সেই বাধ্যবাধকতা নেই। এসে গেছে নতুন এক ডিভাইস, যার মাধ্যমে নিজের মোবাইল ফোনসেটই বলে দিবে- ব্যাটিংয়ের কোথায় কী করা প্রয়োজন। -বিডিক্রিকটাইম

অত্যাধুনিক এই ডিভাইসের নাম ‘ব্যাটসেন্স’। অস্ট্রেলীয় ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের ব্যবহারের কারণে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে আলোচনায় এসেছিলো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে নির্মিত ছোট্ট এই যন্ত্রটি। এবার এই যন্ত্র চলে এসেছে বাংলাদেশেও।

সাকিব-মুশফিকদের মত দেশসেরা ক্রিকেটার তৈরির কারিগর বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানেই (বিকেএসপি) প্রথমবার ব্যবহৃত হয়েছে ‘ব্যাটসেন্স’। বুধবার (২৭ নভেম্বর) বিকেএসপির কনফারেন্স রুমে একটি সেমিনারে প্রযুক্তিটির ব্যবহার সম্পর্কে পরিচয় করিয়ে দেয়া হয়।

ব্যাটের হাতলের চূড়ায় থাকা ডিভাইসটি মোবাইল অ্যাপে ব্যাটিংয়ের বিভিন্ন তথ্য দেয়। ত্বরিত গতিতে তথ্য পরিবহণে সক্ষম এই ডিভাইস। তথ্য মজুদ করে রাখার ব্যবস্থাও রয়েছে।

স্মার্টক্রিকেটডটকম তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে চায় আধুনিক এই যন্ত্র। আর এ কারণেই সবার আগে ছুটে আসা বিকেএসপিতে, জানান লন্ডনপ্রবাসী সাবেক ক্রিকেটার শহীদুল রতন। তার হাত ধরেই ডিভাইসটি এসেছে বাংলাদেশে।

বিকেএসপির নেট সেশনে ক্রিকেটাররা যখন অনুশীলন করছিলেন, তখন ভিডিও বিশ্লেষকের মত ডিভাইসটি জানিয়ে দিচ্ছিলো- ব্যাটিং কতটা নিখুঁত হচ্ছে, ব্যাটের গতি কেমন ছিলো, কতগুলো বল খেলা হয়েছে- এসব।

আইসিসিও স্বীকৃতি দিয়েছে ‘ব্যাটসেন্স’-কে। বিকেএসপির প্রখ্যাত কোচ নাজমুল আবেদিন ফাহিম মনে করছেন, ‘ব্যাটসেন্স’ ব্যবহার করে ব্যাটসম্যান নিজের সম্পর্কে নিজেই জানতে পারবেন সহজে। তিনি আরও বলেন, ‘হয়ত অনেক তথ্যই পাওয়া যাবে, যার জন্য বেশি পরিশ্রম করতে হবে না। সবকিছু মিলিয়ে আমার মনে হয় ইতিবাচক প্রভাব রাখতে পারে, যদি সঠিকভাবে ব্যবহার করা যায়।’

পাঠকের মতামত

Comments are closed.