259638

আইনি নোটিশ জয়ললিতার বায়োপিক ‘থালাইভি’ বন্ধে

ডেস্ক রিপোর্ট : প্রয়াত অভিনেত্রী ও ভারতের তামিলনাড়ুর ছয়বারের মুখ্যমন্ত্রী জয়ললিতা জয়ারামের বায়োপিক ‘থালাইভি’ নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। ছবিটিতে জয়ললিতার চরিত্রে অভিনয় করেছেন বলিউড কুইন কঙ্গনা রানাউত। এবার ছবিটি আইনি নিষেধাজ্ঞার মুখে পড়েছে।

জয়ললিতার বায়োপিক নির্মাণের ঘোষণা আসার পর থেকেই এতে আপত্তি জানিয়েছেন তার বড় ভাইয়ের মেয়ে দীপা জয়াকুমার। দীপা রাজনীতিবিদ ও সাংবাদিক। দীপার অভিযোগ, পরিবারের কাউকেই জয়ললিতার বায়োপিকের ব্যাপারে জানানো হয়নি।জয়ললিতার পরিবারের অনুমতি ছাড়াই সিনেমাটি তৈরির সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।

দীপা আরও বলেন, তিনি চান না, তার ফুপুর ব্যক্তিগত জীবন বড় পর্দায় আসুক বা ব্যক্তিগত জীবন নিয়ে কোনো ব্যবসা হোক। তাই তারা আদালতের দ্বারস্থ হয়েছেন।

আদালতে লিখিত আবেদন জমা দিয়ে দীপা লিখেছেন, তার ফুপুর ওপর ছবি বা ওয়েব সিরিজ নির্মাণ করতে হলে আগে পুরো চিত্রনাট্য তাকে দেখিয়ে নিতে হবে। তিনি যদি অনুমোদন দেন, তবেই নির্মিত হবে এই ছবি। নইলে তাদের পারিবারিক গোপনীয়তা লঙ্ঘন করে এই ছবি নির্মাণ করা যাবে না।

আদালত এরই মধ্যে দীপা জয়াকুমারের অনুমতি ছাড়া সিনেমাটি নির্মাণের কাজ এগিয়ে নেয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। গত মঙ্গলবার পরিচালক এ এল বিজয় এবং প্রযোজক বিষ্ণুকে আইনি নোটিশ দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট।

গত ২৩ নভেম্বর ‘থালাইভি’র ফার্স্ট লুক প্রকাশ পায়। অবিকল জয়ললিতার সাজে কঙ্গনার প্রথম লুক চমক সৃষ্টি করলেও খুব একটা সাড়া ফেলতে পারেননি অভিনেত্রী। পোস্টার প্রকাশ্যে আসার পর থেকেই তিনি ট্রলের শিকার হন। এমনকি জয়ললিতার ভক্তরা কঙ্গনার ওপর ক্ষেপে যান। তাদের মতে, অভিনেত্রী জয়ললিতাকে অপমান করা হয়েছে।

পাঠকের মতামত

Comments are closed.