259645

কালিয়াকৈর গ্রামের হাসপাতাটির হাল ধরলেন আমেরিকার ডাক্তার দম্পতি 

ডেস্ক রিপোর্ট : আমেরিকা থেকে এসেছেন বাংলাদেশে ডাক্তার দম্পতি জেসিন এবং মেরিন্ডি । তারঁ উত্তরস্বরী এড্রিক বেকারও এসেছিলেন ৩২ বছর আগে এদেশের দরিদ্র মানুষদের চিকিৎসা সেবা দিতে। টাঙ্গাইলের মধুপুর উপজেলার কালিয়াকৈর গ্রামে গড়ে তুলেছিলেন তিনি একটি হাসপাতাল। যেখানে গরিব মানুষদের চিকিৎসা সেবা দিয়ে গেছেন এড্রিক বেকার। পাহাড়ী দূর্গম জনপদে সবার কাছে পরিচিত হয়ে উঠেন ‘ডাক্তার ভাই’ হিসেবে।

এদিকে জীবনের শেষ সময়ে ‘ডাক্তার ভাই’ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে অনেকেই চেয়েছিলেন চিকিৎসার জন্য তাকে ঢাকাতে নিয়ে যেতে। কিন্তু তিনি ঢাকা যেতে চাননি। তার শেষ ইচ্ছে ছিলো, তার তৈরি হাসপাতালেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করবেন। শেষ পর্যন্ত তার তৈরি করা হাসপাতালেই তিনি ২০১৫ সালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

ডা. বেকার মারা যাওয়ার পর তার হাসপাতালের পরিচালনায় আছে আমেরিকা থেকে ছুটে আসা আরেক ডাক্তার দম্পতি জেসিন এবং মেরিন্ডি। বেকার জীবিত থাকা অবস্থায় জেসিন এই হাসপাতালটি পরিদর্শন করেছিলেন। ডা. জেসিন যখন জানতে পারলেন ডা. বেকারের মৃত্যুর খবর তিনি অস্থির হয়ে উঠেন কিন্তু তার বিভিন্ন ব্যস্তায় তখন আসতে পারেননি। অবশেষে নিজের দেশ আমেরিকা এবং সম্পদ ও সকল সুখ ত্যাগ করে ২০১৮ সালে বাংলাদেশে চলে আসেন।

এ দৃশ্য উঠে এসেছে শুক্রবারের বিটিভি ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে। এবারের পর্বে এটিই ছিল বিশেষ আকর্ষন। এই প্রতিবেদন প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে। জেসিন এবং মেরিন্ডির পরিবারের ছবি দিয়ে অনেকেই মন্তব্য লিখছেন নিজের ফেসবুক ওয়ালে। কেউ কেউ বলছেন- এ যেনো বাংলাদেশের মানুষের জন্য লজ্জা। একেই বলে মানব সেবা। নিজেদের সন্তানদেরও সঙ্গে নিয়ে এসেছেন। ভর্তি করে দিয়েছেন গ্রামেরই স্কুলে। গ্রামের শিশুদের সঙ্গে তাদের সন্তানেরা খেলছে স্কুলে যাচ্ছে।

দম্পতি জেসিন এবং মেরিন্ডির রয়েছে চারজন মেয়ে সন্তান। ডা.জেসিন সুন্দর করে লুঙ্গি পরে মধুপুর গড়ের রাস্তা ধওে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন, রোগী দেখছেন। আর গ্রামের মানুষের কাছে এখন ডা. জেসিন হয়ে উঠেছেন নতুণ ভাই এবং মেরিন্ডা হয়ে উঠেছেন নতুন ‘ডাক্তার দিদি’মণি। তারা দুজনই এখন গ্রামীণ এই জনপদে নিয়মিত সেবা দিয়ে যাচ্ছেন।

পাঠকের মতামত

Comments are closed.