259694

পরীক্ষায় পাস করতে পারলেই হবে বিয়ে!

ডেস্ক রিপোর্ট : ইন্দোনেশিয়ায় বিয়ের আগে যুগলকে পরীক্ষা দিতে হবে। সরকারি ওই পরীক্ষায় পাশ করতে না পারলে বিয়ে করা যাবে না। দেশটির মানব উন্নয়ন ও সংস্কৃতি মন্ত্রণালয় এমন কর্মসূচির কথা জানিয়েছে। বিয়ের আগে বাধ্যতামূলকভাবে যুগলদের তিনমাসব্যাপী ক্লাসে অংশ নিতে হবে। পরীক্ষায় পাশের পর মিলবে সনদপত্র।

আগামী বছর এ কর্মসূচি শুরুর কথা রয়েছে। মানব উন্নয়ন ও সংস্কৃতি মন্ত্রী মুহাদজির ইফেন্দি বলেন, যারা বিয়ে করে তাদের পরিবার কীভাবে গঠন করে সে বিষয়ে কিছু ধারণা থাকা দরকার। কোর্স শেষ করার পর সনদপত্র এটা নিশ্চিত করার জন্য দেয়া হবে যে যুগলদের সংশ্লিষ্ট বিষয়ে যথেষ্ট জ্ঞান আছে।

ওই কর্মসূচিতে তিন মাস প্রত্যেক যুগলকে প্রজননবিষয়ক স্বাস্থ্য, পরিবারের সদস্যদের গুরুতর অসুস্থতা, গার্হস্থ্য অর্থনীতি, ইত্যাদি বিষয়ে শিক্ষা দেয়া হবে।
সূত্র: জাকার্তা পোস্ট

পাঠকের মতামত

Comments are closed.