259692

বিমান থেকে ভেঙে পড়ল তেলের ট্যাংক গফরগাঁও এলাকায়

ডেস্ক রিপোর্ট : ময়মনসিংহের গফরগাঁওয়ে পাগলা থানা এলাকায় যুদ্ধ বিমান থেকে দুটি তেলের ট্যাংক পৃথক স্থানে খসে পড়েছে। গতকাল দুপুর ২টা ৪০ মিনিটে উপজেলার গয়েশপুর বটতলা বীরমুক্তিযোদ্ধা নূরুল আমিনের মাজারের সামনে ও বড়বড়াই গোলাপ সরকারের বাড়ির সামনে ট্যাংক দুটি খসে পড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি। খবর পেয়ে পাগলা থানা পুলিশ ঘটনাস্থলে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুর ২টা ৪০ মিনিটে উপজেলার পাগলা থানাধীন পাইথল ইউনিয়নের ওপর দিয়ে একটি যুদ্ধ বিমান উড়ে যাওয়ার সময় হঠাৎ বিকট শব্দে আর টি-৯৪৫ নম্বরের একটি তেলের ট্যাংক গয়েশপুর বটতলা বীরমুক্তিযোদ্ধা নূরুল আমিনের মাজারের সামনে আছড়ে পড়ে। কিছু দূরে বড়বড়াই গ্রামের গোলাপ সরকারের বাড়ির সামনের পতিত জমিতে আরও একটি এল টি-৯৪৫ নম্বরের ট্যাংক ভেঙে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ভিতরের তেল ছড়িয়ে পড়ে।

প্রথমে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরে কৌতূহলী মানুষ দুটি স্থানে ভিড় করে। খবর পেয়ে পাগলা থানা পুলিশ ঘটনাস্থলে আসে। স্থানীয় বাসিন্দা হেলাল সরকার বলেন, আল্লাহ রক্ষা করেছেন। গয়েশপুর মাজারের সামনে বটতলায় সবসময় বহু লোক থাকে। কিন্তু ট্যাংক ভেঙে পড়ার সময় ভাগ্যক্রমে কেউ ছিল না। থাকলে বহু লোক হতাহত হতো। এ ব্যাপারে পাগলা থানার পুলিশ পরিদর্শক ফায়েজুর রহমান বলেন, একটি যুদ্ধ বিমানের দুটি তেলের ট্যাংক ভেঙে পড়ে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামলাই।

পাঠকের মতামত

Comments are closed.