259727

চিকিৎসক তরুণীর ধর্ষণ-খুনের ঘটনায় ১৪ পরামর্শ দিয়েছে হায়দরাবাদ পুলিশ

ডেস্ক রিপোর্ট : চিকিৎসক তরুণীর ধর্ষণ ও খুনের ঘটনার জেরে নারীদের উদ্দেশে ১৪ পরামর্শ দিয়েছে ভারতের হায়দরাবাদ পুলিশ। তবে সেই পরামর্শ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক দানা বেঁধেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, পুরুষদের জন্য কেন পরামর্শ নেই?

গত বৃহস্পতিবার হায়দরাবাদের শামশাবাদ টোল প্লাজা এলাকায় এক তরুণী পশু চিকিৎসককে ধর্ষণ করে চার যুবক। ধর্ষণের পর ওই তরুণীকে হত্যা করে মরদেহ পুড়িয়ে ফেলা হয়।

এদিকে এ ঘটনায় খুব চটেছেন অমিতাভ বচ্চনপত্নী জয়া বচ্চন। গতকাল সোমবার রাজ্যসভায় নিজের বক্তব্যে তিনি ধর্ষকদের রাস্তায় ফেলে পিটিয়ে মারা উচিত বলে মন্তব্য করেছেন।

রাস্তাঘাটে মেয়েদের নিরাপত্তার জন্য পুলিশের দেওয়া ওই ১৪ পরামর্শ ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে-

১. মেয়েরা কোথায়-কখন যাচ্ছে, সেই গতিবিধির আপডেট পরিবারকে জানিয়ে রাখতে হবে।

২. যদি সম্ভব হয় সর্বশেষ অবস্থান সম্পর্কে পরিবার ও বন্ধুদের অবহিত করতে হবে।

৩. অটো বা ট্যাক্সিতে চাপার আগে নম্বর প্লেটের ছবি তুলে, তা পরিবারের লোকজনের কাছে শেয়ার করতে হবে। এমনকি ওই চালকের যোগাযোগ নম্বর।

৪. গন্তব্য অপরিচিত জায়গা হলে, সেই রুট চেক করে নিতে হবে।

৫. সবসময় জনবহুল এলাকায় অপেক্ষা করুন।

৬. একদম নির্জন, বিচ্ছিন্ন কোনো এলাকায় না দাঁড়িয়ে, কাছাকাছি দোকান আছে-এমন কোনো জায়গায় অপেক্ষা করাই ভালো।

৭. ১০০ ডায়াল করার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে।

৮. ‘hawk eye’ ডাউনলোড করে, লোকেশন সবসময় অন করে রাখতে হবে। তাতে অবস্থান বোঝা যাবে।

৯. সন্দেহজনক পরিস্থিতিতে সংকোচ না করে যাত্রীদের কাছে সাহায্য চান।

১০. রাস্তাঘাটে একা থাকলে, তেমন পরিস্থিতিতে পুলিশকে ফোন করুন। এমনভাবে চিন্তা করুন, যেন আপনি পরিবারের কারও সঙ্গে কথা বলছেন।

১১. তেমন পরিস্থিতির সম্মুখীন হলে জোরে জোরে কথা বলুন। প্রয়োজনে চিৎকার করুন, যাতে পথচলতি মানুষজনের কানে যায়।

১২. অসহায় পরিস্থিতিতে জনবহুল এলাকার দিকে দৌড় দিন।

১৩. দুর্বৃত্তদের সম্পর্কে স্থানীয় পুলিশকে জানান।

১৪. ভেরিফিকেশনের জন্য ৯৪৯০৬১৬৫৫৫ হোয়াটসঅ্যাপ নম্বরে ছবি পাঠান।

পাঠকের মতামত

Comments are closed.