259768

পানি নয়, ৬০ বছর বয়সেও পেপসি খেয়ে বেঁচে আছেন এই বৃদ্ধা

ডেস্ক রিপোর্ট : যদিও পানি না খেয়ে এভাবে বেঁচে থাকা প্রায় অসম্ভব। তবে তিনি যথেষ্ট সুস্থ ও স্লিমই রয়েছেন। তার ওজনও তেমন একটা বাড়েনি। জ্যাকি বলেন, আমি এটাতে আসক্ত কিনা তা আমার জানা নেই, তবে আমার বয়স ৭৭ বছর। আমি এ পর্যন্ত পেপসি খেয়েই বেঁচে আছি। বোতলে পেপসি পানে আগ্রহ পান না পেজ। তার পছন্দ ক্যান। আর সেটা অবশ্যই ঠান্ডা হতে হবে।

তার নিজের হিসেব অনুযায়ী, ৬০ বছরের বেশি সময় ধরে তিনি ৯৩ হাজার ৪৪০ ক্যান পেপসি খেয়েছেন। তার মানে ৩ হাজার কেজি কেজি শর্করা তার শরীরে গিয়েছে শুধু পেপসি থেকেই। তবুও জ্যাকি ফিট। তিনি মনে করেন, এটি তার উপর কোনো প্রভাব ফেলবে না।

পাঠকের মতামত

Comments are closed.