259763

‘বৃদ্ধ’ বানানোর প্রযুক্তি ফেসঅ্যাপ নিয়ে আবার নড়েচড়ে বসেছে আমেরিকা

ডেস্ক রিপোর্ট : ছবি এডিট করে ‘বৃদ্ধ’ বানানোর প্রযুক্তি ফেসঅ্যাপ নিয়ে আবার নড়েচড়ে বসেছে আমেরিকা। একই সঙ্গে দেশটিতে টিকটকের বিরুদ্ধে করা হয়েছে মামলা।

এফবিআই জানিয়েছে, ফেসঅ্যাপের মতো যেসব মোবাইল অ্যাপ্লিকেশন রাশিয়ায় বানানো হয়েছে, সেগুলো গোয়েন্দা নিরাপত্তার জন্য হুমকি।

গত জুলাই মাসে বিষয়টি নিয়ে বেশ আলোচনা হয়।

অন্যদিকে ছোট ভিডিও বানানোর অ্যাপ টিকটকের বিরুদ্ধে আমেরিকা থেকে বলা হচ্ছে, চীনের এই অ্যাপটি তাদের দেশ থেকে ব্যবহারকারীদের প্রচুর ডেটা পাচার করছে।

মামলায় বলা হয়েছে, ব্যবহারকারীর অনুমতি ছাড়াই এসব কাজ করা হচ্ছে।

টিকটকের বিরুদ্ধে শুরু থেকেই এমন অভিযোগ করে আসছিল আমেরিকা। তখন চীনের এই প্রতিষ্ঠানটি জানায়, তারা মার্কিন ব্যবহারকারীর কোনো ডেটা তাদের সার্ভারে সংরক্ষণ করে না।

বাইটড্যান্স ২০১৬ সালে টিকটক অ্যাপ আনে। এখন সারা পৃথিবীতে মাসে ৫০০ মিলিয়ন অ্যাকটিভ ব্যবহারকারী রয়েছে তাদের। ফেইসবুক, ইউটিউবকে ছাড়িয়ে এটি এখন পৃথিবীর সবচেয়ে বেশিবার ডাউনলোড হওয়া অ্যাপ।

অন্যদিকে ২০১৭ সালের জানুয়ারিতে আইওএসের জন্য ফেসঅ্যাপ চালু হলেও জনপ্রিয়তা পেয়েছে এই ২০১৯ সালে এসে। মানুষকে বৃদ্ধ হলে কেমন দেখাবে, এই ফিচারটি যোগ করার কারণে অ্যাপটি ভাইরাল হয়।

পাঠকের মতামত

Comments are closed.