259809

ইতালি থেকে বাংলাদেশি ইমাম বহিষ্কার, অভিযোগ শিশু নির্যাতন

ডেস্ক রিপোর্ট : সন্দেহভাজন দুই ব্যাক্তিকে বহিষ্কারের বিষয়ে জানিয়েছে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যাদের মধ্যে একজন বাংলাদেশি। অপরজন ইটালিতে বসবাসরত এক মরোক্কান নাগরিক। ইতালির মসজিদে ধর্মীয় শিক্ষা নিতে আসা শিশুদের নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বহিষ্কৃত এ ইমামের নাম প্রকাশ করেনি দেশটি। ডয়েচে ভেলে, নিউ ইর্য়ক টাইমস

ইটালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জানায়, বাংলাদেশি ইমাম ভেনিস শহরের কাছে পাডুয়া অঞ্চলে ইসলামিক কালচারাল সেন্টারে কর্মরত ছিলেন। সেখানে কোরআন শিক্ষা নিতে আসা শিশুদেরকে তিনি বেত দিয়ে মারতেন। যেটি ইটালির আইনবিরোধী কাজ।

ইটালির গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, অভিযোগের সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়ে গত অক্টোবর মাসে বহিস্কৃত ইমামকে আটক করে ইতালির পুলিশ।

সূত্র : আমাদের সময়.কম

পাঠকের মতামত

Comments are closed.