259814

শরীরের যকৃতের অংশ দিয়ে শ্বশুরের জীবন বাঁচিয়ে দৃষ্টান্ত সৃষ্টি করেছেন পুত্রবধূ

ডেস্ক রিপোর্ট : নিজের শরীরের যকৃতের অংশ দিয়ে শ্বশুর সুলতান মল্লিকের জীবন বাঁচিয়ে দৃষ্টান্ত সৃষ্টি করেছেন তারই ছেলের স্ত্রী জাহানারা। বেচেঁ থাকার সব সম্ভাবনার আলো নিভে যাচ্ছিল সুলতানের। কিন্তু নিজের ছেলের বউয়ের উছিলায় প্রাণ ফিরে পেয়েছেন তিনি।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার চাপড়ার এলেমনগর গ্রামে থাকেন তারা। গত সোমবার ২০ ঘণ্টা ধরে অস্ত্রোপচারের পর চিকিৎসকরা জানান, অস্ত্রোপচার সফল।

বেঙ্গালুরুর হাসপাতাল থেকে সে কথা জানাতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন শ্বশুর সুলতান মল্লিক। তিনি বলেন, ‘বউমা হলো মেয়ের মতো। সে আমাকে বাবা বলে। কিন্তু এবার তো ওর শরীরের অংশ নেওয়ায় আমাদের বাবা-মেয়ের মধ্যে রক্তের বন্ধন তৈরি হলো। এমন বউমা লোকে ভাগ্য করে পায়।’

জাহানারার স্বামী আশিস বলেন, ‘বারো বছর হল আমাদের বিয়ে হয়েছে। সন্তানও রয়েছে। কিন্তু এই ঘটনায় ওকে যেন নতুন করে আবিষ্কার করলাম। সারাজীবন ওর কাছে কৃতজ্ঞ থাকব।’

জাহানারা বলেন, ‘বাবা অনেক কষ্ট করে আমাদের সংসারকে দাঁড় করিয়েছেন। তিনি বেঁচে থাকলে গোটা সংসার সুখে থাকবে। আমি যা করেছি সংসারের ভালোর জন্য করেছি। সূত্র: সময় টিভি

পাঠকের মতামত

Comments are closed.