259931

ইসরো ১১ ডিসেম্বর দ্বিতীয় ‘স্পাই স্যাটেলাইট’ উত্‍‌ক্ষেপণ করবে

ডেস্ক রিপোর্ট : ইসরো সূত্রে খবর, ১১ ডিসেম্বর, বুধবার বিকেলে মহাকাশে পাড়ি দেবে এই দ্বিতীয় ‘গুপ্তচর উপগ্রহ’টি। যার পুরো নাম ‘র‌াডার ইমেজিং আর্থ অবজারভেশন স্যাটেলাইট।’ সংক্ষেপে, রিস্যাট-২বিআরআই১। প্রাকৃতিক দুর্যোগ, উদ্ধারকাজ ছাড়াও ইসরোকে নজরদারিতে সাহায্য করবে দ্বিতীয় এই স্পাই স্যাটেলাইটটি। আরও ৯টি বিদেশি বাণিজ্যিক স্যাটেলাইটের সঙ্গে ভারতের স্যাটেলাইটটি শ্রীহরিকোটা থেকে পাঠানো হবে
দ্বিতীয় স্পাই স্যাটেলাইট। ওজন ৬২৮ কেজি। একইসঙ্গে ইসরোর রকেট চড়ে মহাকাশে যাবে আমেরিকা, ইজরায়েল, জাপান ও ইতালির বাণিজ্যিক স্যাটেলাইট। এই সময়

আমেরিকার ‘মাল্টি-মিশন লেমুর-৪’, ‘১ হপস্যাট’ ছাড়াও রয়েছে ইজরায়েল, ইতালি ও জাপানের কয়েকটি স্যাটেলাইট। ইজরোর মাধ্যমে ইতালি পাঠাচ্ছে তায়ভাক-০০৯২ স্যাটেলাইট। তল্লাশি ও উদ্ধারকাজে সাহায্য করবে স্যাটেলাইটটি। জাপানের স্যাটেলাইট ‍ওপিস-এসএআর। এটি রাডার ইমেজিং আর্থ অবজারভেশন স্যাটেলাইট। ইজরায়েলের রিমোট সেন্সিং স্যাটেলাইটটির নাম ডাচিফ্যাট- থ্রি।

বুধবার ভারতীয় সময় বিকেল ৩-২৫ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল রকেটের মাধ্যমে কৃত্রিম উপগ্রহটি পাঠাবে ইসরো। এর আয়ু সর্বসাকুল্যে ৫ বছর। ৫৭৬ কিলোমিটার দূরের পৃথিবীর কক্ষপথে এই স্যাটেলাইটিকে প্রতিস্থাপন করা হবে। এর মধ্যে রয়েছে এক্স-ব্যান্ডের সিন্থেটিক অ্যাপারচার রাডার। এটি ভূপৃষ্ঠকে ২৪ ঘন্টা নজরে রাখবে। এই সিরিজের প্রথম স্যাটেলাইট রিস্যাট-টুকি উত্‍‌ক্ষেপণ করা হয়েছিল ২০১৯ সালের ২২ মে।

ইসরোর এই মিশন সফল হলে, সবমিলিয়ে ৩১৯টি বিদেশি বাণিজ্যিক স্যাটেলাইট পাঠানোর নজির তৈরি হবে। গত মাসেই হাই-রেসোলিউশনের আর্থ অবজার্ভেশন স্যাটেলাইট, কার্টোস্যাট-থ্রি পাঠিয়েছে ভারত। আরও ১৩টি বাণিজ্যিক স্যাটেলাইটের সঙ্গেই আমেরিকা থেকে এই কৃত্রিম উপগ্রহটি পাঠানো হয়েছে। সূত্র: আমাদের সময়.কম

পাঠকের মতামত

Comments are closed.