259986

আজ শাহজালালে ফ্লাইট ওঠা-নামা বন্ধ থাকবে সোয়া ২ ঘণ্টা

ডেস্ক রিপোর্ট : ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাহিনীর মহড়ার কারণে আজ বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা ৫০ মিনিট পর্যন্ত অর্থাৎ ২ ঘণ্টা ২০ মিনিট সব ধরনের উড়োজাহাজ ওঠা-নামা বন্ধ থাকবে।

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের ন্যাশনাল প্যারডের সঙ্গে যে এয়ার শো অনুষ্ঠিত হবে, তার মহড়ার জন্যই এই সময়ে নোটিশ ফর এয়ারম্যান- নোটাম জারি করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

এভিয়েশন সংশ্লিষ্টরা জানান, নোটাম হচ্ছে রুটে বা উড়োজাহাজের সুরক্ষাকে প্রভাবিত করতে পারে এমন কোনো সম্ভাব্য বিপদের জন্য উড়োজাহাজ চালকদের সতর্ক করতে বিমানবন্দর কর্তৃপক্ষের আগাম বার্তা।

গতকাল মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদ-উল-আহসান বলেন, ‘১৬ ডিসেম্বর বিজয় দিবসের প্যারোডে এয়ার শো আয়োজনের মহড়ার জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজ উড্ডয়ন ও অবতরণ বুধবার দুই ঘণ্টা ২০ মিনিট বন্ধ থাকবে। তবে এই সময়ে উড়োজাহাজ ওঠা-নামা ছাড়া বিমানবন্দরের অন্য কার্যক্রমগুলো যথারীতি চলবে।’

সূত্র : ডেইলি বাংলাদেশ

পাঠকের মতামত

Comments are closed.