259992

৩৫ বছরের পুরনো মহাখালী বাস টার্মিনাল সরিয়ে নেয়া হচ্ছে

ডেস্ক রিপোর্ট : রাজধানীর মহাখালী বাস টার্মিনাল সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ জন্য নতুন জায়গা খুঁজে বের করতে বলেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

তিনি আরো বলেছেন, টার্মিনালের আশপাশের সড়কে দূরপাল্লার কোনো বাস রাখতে দেওয়া হবে না।

মহাখালী বাস টার্মিনালের আশপাশের যানজট নিরসনের উপায় নিয়ে আলোচনা করতে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সেখানকার বাস মালিক-শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন মেয়র আতিক।

সভায় তিনি বলেন, “সড়কে বাস রাখায় এখানে সব সময় যানজট তৈরি হচ্ছে। লোকজন আমাকে কমপ্লেইন করছেন। এটা সরাতে হবে। আপনারা বলুন কি করতে হবে, আপনাদের প্রস্তাব অনুযায়ী কি করা যায়। কিন্তু কোনোভাবেই সড়কে বাস রাখা যাবে না। টার্মিনালের দু’পাশে কোনো বাস দেখতে চাই না।

রাজধানীর ভেতরে আন্তঃজেলা বাস টার্মিনাল করা ‘বড় ভুল’ ছিল মন্তব্য করে আতিকুল ইসলাম বলেন, “এজন্য টার্মিনাল সরিয়ে নেওয়া হবে।

বাস মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “যত দ্রুত সম্ভব টার্মিনাল এখান থেকে সরিয়ে নেওয়া হবে। আপনারা জায়গা দেখান।”

সভায় মালিক-শ্রমিকরা মহাখালী টার্মিনালের পাশে ঢাকা ওয়াসার খালের ওপর কালভার্ট সড়ক তৈরি করে বাসগুলোর জন্য প্রবেশপথ এবং টার্মিনালের পেছনের ফাঁকা জায়গা ভরাট করে বাড়তি গাড়ি রাখার জায়গা করে দেওয়ার অনুরোধ করেন।

তাদের এই প্রস্তাব বিবেচনায় নেওয়া হবে বলে আশ্বস্ত করেন মেয়র। সূত্র: পূর্ব-পশ্চিম

পাঠকের মতামত

Comments are closed.