260032

পায়ে বাঁধা এক টুকরো কাগজ নিয়ে পাকিস্তানি পায়রা উড়ে গেল ভারতে!

ডেস্ক রিপোর্ট : পায়ে বাঁধা এক টুকরো কাগজ নিয়ে পাকিস্তান থেকে উড়তে উড়তে একটি পায়রা ভারতে গেছে। ওই কাগজে ঊর্দু ভাষায় কিছু লেখা রয়েছে। পায়রাটিকে দেশটির পাঞ্চাব প্রদেশ থেকে ধরা হয়েছে। খবর- এনডিটিভি।

জানা গেছে, এর আগেও নাকি একাধিক বার অসংখ্য পায়রা নির্দিষ্ট স্থানে না পৌঁছে পাকিস্তান থেকে ভারতে চলে যায়। ভারত থেকে সেগুলো আর ছেড়ে দেয়া হয়নি! এর জেরে পাকিস্তান নাকি লাখ লাখ টাকা হারিয়েছে।

এক্সপ্রেস নিউজ এক প্রতিবেদনে জানায়, অনেকেই শখ করে ওয়াঘা, ভানুচক, নরোদ, লবানওয়ালাসহ পাকিস্তানি সীমান্ত এলাকায় পায়রা পোষেন। সেখানে এক লাখ টাকারও বেশি মূল্যের পায়রা রয়েছে। তাদের কোনো পায়রাই কি ভুল করে ভারতে প্রবেশ করেছে!

অনেক সময় এমনও হয়েছে, পায়রা ছাদ থেকে উড়ে সীমান্ত পেরিয়ে চলে গেছে ভারতে। আবার কিছুদিন পর নিজের আশ্রয়ে ফিরেছে। আর যাদের ভালো লেগেছে, ভারতেই থেকে গেছে।

এ ধরনের এক পায়রার মালিক রেহান জানান, আমার কাছে কয়েকশ’ পায়রা আছে। এরা বহু মূল্যবান। দীর্ঘদিন থাকতে থাকতে ওরা এখন আমার সন্তানের মতো। তাই সীমান্ত পেরিয়ে ভারতের আকাশে ঢুকে পড়ে, আর চলে গেলে ভীষণ কষ্ট হয়।

আবার এর উল্টো ঘটনাও ঘটে। ভারতীয় পায়রা পাকিস্তানেও বহুবার ঢুকেছে। কারো বাড়ির ছাদে গিয়ে বসেছে। পরে শত্রু দেশের আতিথেয়তায় মুগ্ধ হয়ে ভুলেছে নিজের দেশ!

সূত্র: ডেইলি বাংলাদেশ

পাঠকের মতামত

Comments are closed.