260036

ভূতের হাত দেখা গেলো ১শ বছর আগের ছবিতে!

ডেস্ক রিপোর্ট : ছবি অনেক স্মৃতি বহন করে। কিছু কিছু ছবি এমন থাকে যা সারাজীবনের জন্য কারো অস্তিত্বকে টিকিয়ে রাখে। কিন্তু এই ছবি নিয়েই ঘটেছে এক বিপত্তি।

যুক্তরাজ্যের বেলফেস্ট ও নর্দার্ন আয়ারল্যান্ডভিত্তিক সংবাদমাধ্যম বেলফেস্ট লাইভ। এই নিউজ পোর্টালটিতে লিন্ডা নামের এক নারী একটি অদ্ভুত ছবি পাঠিয়েছেন। একশ বছরের পুরনো সেই ছবিতে দেখা মিলেছে ‘ভূতের হাতের’।

লিন্ডা দাবি করেন, গ্রুপ ছবিটি তার নানী এলেন কোলেনির। তিনি একটি সুতোর মিলে কাজ করতেন। সেখানেই সহকর্মীদের সঙ্গে ছবিটি তোলা। নিচ থেকে দ্বিতীয় সারির চার নম্বর সিটে বসা আছেন এলেন কোলেনি।

স্বাভাবিকভাবে দেখলে ‘ব্যাখ্যাতীত’ সেই ব্যাপারটি হয়ত অনেকে চোখ এড়িয়ে যেতে পারে। তবে একটু জুম করে নিলেই খেয়াল করা যাবে রহস্যটা। এলেন কোলেনির কাঁধে কার যেন হাত রাখা আছে!

এ ছবিটি লিন্ডাদের বাসায়ই ছিল। লিন্ডা জানান, তিনি ভূতে বিশ্বাস করেন না। তবে এই ছবিটি তাকে ভাবিয়ে তোলে। পাশে দাঁড়ানো সবার হাতই যখন আড়াআড়ি করে ভিতরে গুজে রাখা। তাহলে তার নানীর কাঁধে রাখা ওই হাতটি কার?

সূত্র: ডেইলি বাংলাদেশ

পাঠকের মতামত

Comments are closed.